মেক্সিকোর দক্ষিণপূর্বাঞ্চলে প্রবলবর্ষণে বন্যা ও ভূমিধসে ১৯ জনের প্রাণহানি

457

মেক্সিকো সিটি, ৭ নভেম্বর, ২০২০ (বাসস ডেস্ক) : ভারী বর্ষণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে মেক্সিকোর দক্ষিণ-পূর্বাঞ্চলীয় চিয়াপাস রাজ্যে কমপক্ষে ১৯ জনের প্রাণহানি ঘটেছে এবং ৯ শতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে, স্থানীয় কর্তৃপক্ষ শুক্রবার এ কথা জানায়। খবর এএফপি’র।
চিয়াপাস রাজ্যের নাগরিক সুরক্ষা সচিবালয় জানিয়েছে, এ পর্যন্ত রাজ্যের বিভিন্ন অঞ্চলের ২০ টি পৌর এলাকা নদীর প্লাবন ও ভূমিধসে ক্ষতিগ্রস্থ হয়েছে।
মৃত ১৯ জনের পনেরো জন গুয়েতেমালার সীমান্তবর্তী মেক্সিকান রাজ্যের উত্তরাঞ্চলীয় পর্বতে অবস্থিত তিনটি আদিবাসী অধ্যুষিত পৌর এলাকার বাসিন্দা।
এল বসক পৌর এলাকায় একজন প্রাপ্তবয়স্ক ও তিনজন শিশু , চেনালহো পৌর এলাকায় এক নদীতে ১০ জন ও অক্সচুক পৌর এলাকায় নদীর ভেসে যাওয়ার পরে একজন মারা গেছে।