ট্রাম্পের চিফ অব স্টাফ করোনায় আক্রান্ত

358

ওয়াশিংটন, ৭ নভেম্বর, ২০২০ (বাসস ডেস্ক): প্রেসিডেন্ট ডোনাল্ড্র ট্রাম্পের চিফ অব স্টাফ মার্ক মেডোস করোনায় আক্রান্ত হয়েছেন।
শুক্রবার মার্কিন সংবাদমাধ্যমের খবরে এ কথা বলা হয়।
সিএনএনের খবরে বলা হয়, মেডোস জানিয়েছেন নির্বাচনের পরে তার করোনা পজিটিভ শনাক্ত হয়।
নিউইয়র্ক টাইমস বলছে, নির্বাচনের একদিন পর বুধবার তার করোনা পজিটিভ ধরা পড়ে।
এদিকে ওয়াশিংটন পোস্টের খবরে বলা হয়, নির্বাচনের পরদিন বুধবার সকালে ট্রাম্প যখন শীর্ষ পর্যায়ের প্রায় দেড়শো সমর্থকের উদ্দেশ্যে বক্তব্য রাখছিলেন তখন মেডোস সেখানে ছিলেন।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে ট্রাম্পের সিনিয়র বেশ কয়েকজন কর্মকর্তা করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
এর মধ্যে প্রেসিডেন্ট এবং তার স্ত্রী মেলানিয়াও রয়েছেন।
উল্লেখ্য, দেশটিতে এ পর্যন্ত ৯৭ লাখেরও বেশি লোক করোনায় আক্রান্ত এবং ২ লাখ ৩৬ হাজারেরও বেশি লোক মারা গেছে।