বাজিস-১৪ : ঝালকাঠিতে শিক্ষার্থীকে বাইসাইকেল উপহার

350

বাজিস-১৪
ঝালকাঠি-উপহার
ঝালকাঠিতে শিক্ষার্থীকে বাইসাইকেল উপহার
ঝালকাঠি, ৬ আগস্ট ২০১৮ (বাসস) : ঝালকাঠির রাজাপুরের বড়ইয়া ডিগ্রি কলেজের গরীব ও মেধাবী ৩০ জন ছাত্রকে বাইসাইকেল উপহার দিয়েছেন কলেজ কর্তৃপক্ষ। আজ সোমবার দুপুরে কলেজ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে বাইসাইকেল তুলে দেন রাজাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও কলেজের অধ্যক্ষ মো. মনিরউজ্জামান। এসময় বড়ইয়া ডিগ্রি কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা বেগম পারুল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু, বরিশালের ইনফ্রা পলিটেকনিক ইনস্টিটিউটের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. আমীর হোসাইন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাসরিন সুলতানাসহ শিক্ষক, শিক্ষার্থী ও সুধীজন উপস্থিত ছিলেন।
কলেজ কর্তৃপক্ষ ও স্থানীয় কয়েকজন দানশীল ব্যক্তিদের সহযোগিতায় কলেজের গরীব ও মেধাবী ছাত্রকে বাইসাইকেল দেওয়ার ঘোষণা দেন। দূরদুরান্ত থেকে এসব ছাত্রদের কলেজে আসতে সমস্যা হতো। তাই এ বছর ৩০ জনকে বাছাই করে বিনামূল্যে বাইসাইকেল উপহার দেওয়া হয়। পর্যায়ক্রমে সকল ছাত্রদের কলেজের পক্ষ থেকে বাইসাইকেল দেওয়া হবে বলে ঘোষণা দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান।
বাসস/সংবাদদাতা/২০২৬/মরপা