দায়িত্ব গ্রহণের প্রথম দিনই ‘প্যারিস জলবায়ু চুক্তি’তে ফিরে যাওয়ার প্রতিশ্রতি বাইডেনের

760

ওয়াশিংটন, ৫ নভেম্বর, ২০২০ (বাসস ডেস্ক) : বাইডেন বুধবার প্রতিশ্রুতি ব্যক্ত করে বলেছেন, হোয়াইট হাউসে তার প্রথম দিনের কাজ হবে ‘প্যারিস জলবায়ু চুক্তি’তে ফিরে যাওয়া। এ চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার ডোনাল্ড ট্রাম্পের নির্দেশ কার্যকর করার পদক্ষেপ গ্রহণের কয়েক ঘণ্টা পর তিনি এমন প্রতিশ্রুতি ব্যক্ত করলেন। খবর এএফপি’র।
খবরে বলা হয়, রোববারের নির্বাচনের ফলাফলে বাইডেন ট্রাম্পকে পরাজিত করার ক্ষেত্রে শক্ত অবস্থানে চলে আসার পর টুইটারে দেয়া এক বার্তায় তিনি বলেন, ‘আজ, ট্রাম্প প্রশাসন আনুষ্ঠানিকভাবে প্যারিস জলবায়ু চুক্তি থেকে বেরিয়ে যাচ্ছে। প্রকৃতপক্ষে ৭৭ দিবসের মধ্যেই বাইডেন প্রশাসন এ চুক্তিতে ফিরে যাবে।’