ট্রাম্প টাওয়ারে অগ্নিকান্ডে নিহত ১ ও আহত ৪

348

নিউইয়র্ক, ৮ এপ্রিল, ২০১৮ (বাসস ডেস্ক) : যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ট্রাম্প টাওয়ারের ৫০ তলায় অগ্নিকান্ডে এক বয়স্ক লোক মারা গেছেন। এই ঘটনায় ৪ দমকল কর্মী আহত হয়েছে।
দেশটির কর্মকর্তারা একথা জানিয়েছেন। খবর এএফপি’র।
নিউইয়র্কের পুলিশ বিভাগ জানিয়েছে, দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ৬৭ বছর বয়সী লোকটিকে ‘অজ্ঞান অবস্থায়’ দেখতে পায়।
দ্রুত লোকটিকে মাউন্ট সিনাই রুজভেল্ট হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্বাস্থ্য কর্মীরা পরীক্ষার পর তার মৃত্যুর কারণ জানতে পারবেন।
খবর এএফপি’র।
নিউইয়র্ক সিটির দমকল বিভাগ (এফডিএনওয়াই) জানিয়েছে, ‘এটি অত্যন্ত ভয়াবহ অগ্নিকা- ছিল। আপনি চিন্তা করুন আমরা এতো বড় একটি ভবনের ৫০ তলায় পৌঁছেছি। ভবনের বাকি অংশটি ধোঁয়ায় ভরে গেছে।’
এফডিএনওয়াই আরো জানায়, এই ঘটনায় চার দমকল কর্মী অসুস্থ হয়ে পড়েছে। তবে তারা আশঙ্কামুক্ত রয়েছে। আগুনও নিয়ন্ত্রণে আনা হয়েছে।
স্থানীয় সময় সন্ধ্যা ছয়টার দিকে মিডটাউন ম্যানহাটনের এই আকাশচুম্বি ভবন ধোঁয়াচ্ছন্ন হয়ে পড়ে।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মালিকানাধীন এই ভবনটিতে ট্রাম্প অর্গানাইজেশনের সদরদপ্তর রয়েছে।
ট্রাম্প বলেন, ‘ট্রাম্প টাওয়ারের আগুন নিভে গেছে। দমকল কর্মীরা দারুণ কাজ করেছেন। আপনাদের ধন্যবাদ!’