বাসস দেশ-৪০ : বিএসএমএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতাল পরিদর্শন স্বাস্থ্যমন্ত্রীর

307

বাসস দেশ-৪০
বিএসএমএমইউ-পরিদর্শন
বিএসএমএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতাল পরিদর্শন স্বাস্থ্যমন্ত্রীর
ঢাকা,২ নভেম্বর,২০২০(বাসস):বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সুপার স্পেশালাইজড হাসপাতালের নির্মাণ কার্যক্রম পরিদর্শন করলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
আজ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা.কনক কান্তি বড়–য়ার নেতৃত্বে ৭০০ শয্যাবিশিষ্ট দেশের প্রথম সুপার স্পেশালাইজড হাসপাতাল নির্মাণ কার্যক্রম পরিদর্শন করেন তিনি।
ইতোমধ্যে হাসপাতালের মূল ভবন ২তলা বেজমেন্টসহ ভবনের সকল ফ্লোর নির্মাণসহ কাঠামোগত কাজ শতভাগ সম্পন্ন হয়েছে।
এসময় হাসপাতালের প্রকল্প পরিচালক,বিশ্ববিদ্যালয়ের সার্জারি অনুষদের ডীন ও হেপাটোবিলিয়ারি, প্যানক্রিয়েটিক এন্ড লিভার ট্রান্সপ্লান্ট সার্জারি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মোঃ জুলফিকার রহমান খান কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে জানান।
তিনি বলেন,বিশ্বমানের সর্বাধুনিক যন্ত্রপাতিতে সমৃদ্ধ থাকবে হাসপাতালটিতে।সেবা কার্যক্রম চালু হলে এখানে একই সেন্টার থেকে সব ধরণের সেবা দেয়া হবে। বিভিন্ন ধরণের সংক্রামক রোগ প্রতিরোধ ও চিকিৎসার ক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থাও রাখা হবে।
উল্লেখ্য,প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সুপার স্পেশালাইজড হাসপাতাল হবে একটি রোগী বান্ধব হাসপাতাল। এখানে বিশ্বমানের চিকিৎসাসেবার পাশাপাশি উন্নত গবেষণা ও প্রশিক্ষণের দিগন্ত প্রসারিত হবে।
বাসস/সবি/এসএস/২২৪৮/এবিএইচ