জেলখানায় হত্যাকান্ড দেশের রাজনীতির ইতিহাসে কলংকজনক অধ্যায় : জাসদ

418

ঢাকা, ২ নভেম্বর, ২০২০ (বাসস) : জেলখানায় জাতীয় চারনেতা হত্যাকান্ড দেশের ইতিহাসে জঘন্যতম কলংকজনক অধ্যায়।
আগামীকাল জেলহত্যা দিবস উপলক্ষে আজ সোমবার দেয়া এক বিবৃতিতে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সভাপতি হাসানুল হক ইনু এমপি ও সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি এ কথা বলেন।
বিবৃতিতে তারা বলেন, ১৯৭৫ সালের ৩ নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দী জাতীয় চারনেতা তাজ উদ্দিন আহমেদ, সৈয়দ নজরুল ইসলাম, এ এইচ এম কামরুজ্জামান ও ক্যাপ্টেন মনসুর আলীকে হত্যা দেশের রাজনীতির ইতিহাসে জঘন্যতম কলংকজনক অধ্যায়।
তারা বলেন, মুক্তিযুদ্ধে পরাজিত শক্তি তাদের পরাজয়ের প্রতিশোধ নিতে ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করেই ক্ষান্ত হয়নি, তারা জাতিকে রাজনৈতিক নেতৃত্ব শূন্য করতে জেলখানায় চার জাতীয় নেতাকে হত্যা করে।
নেতৃদ্বয় আরও বলেন, দুর্ভাগ্যজনকভাবে বঙ্গবন্ধুর খুনী ও জাতীয় চারনেতার খুনীরা ৩রা নভেম্বর সামরিক অভ্যূত্থানের মধ্য দিয়ে ক্ষমতা দখলকারী বিগ্রেডিয়ার খালেদ মোশাররফের সহযোগিতায় নিরাপদে দেশত্যাগ করার সুযোগ পায় এবং দীর্ঘদিন বঙ্গবন্ধু হত্যা ও জাতীয় চারনেতার হত্যার বিচার পর্যন্ত বন্ধ করে রাখে।