কাবুল বিশ্ববিদ্যালয়ে গুলির আওয়াজ : পুলিশ মোতায়েন

515

কাবুল, ২ নভেম্বর, ২০২০ (বাসস ডেস্ক): কাবুল বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে সোমবার গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। সেখানে এক ইরানি বইমেলার উদ্বোধনে বেশ ক’জন উর্ধ্বতন সরকারি কর্মকর্তার অংশ নেয়ার কথা ছিল। খবর এএপপি’র। উচ্চশিক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র হামিদ ওবায়দী জানান, “বিশ্ববিদ্যালয়ের ভেতর থেকে গুলির শব্দ শোনা যাচ্ছিল। শিক্ষার্থীদের ভবন থেকে সরিয়ে নেওয়া হয়েছে।”
ঘটনায় হতাহতের তাৎক্ষণিক কোনো বিবরণ পাওয়া যায়নি। তবে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে।
সাম্প্রতিক বছরগুলিতে, বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের ওপর ইসলামিক স্টেট (আইএস) -এর মতো চরমপন্থী গোষ্ঠী হামলা চালিয়েছে। গত সপ্তাহে কাবুলের পশ্চিমাঞ্চলীয় একটি শিক্ষা কেন্দ্রে এক আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ২৪ জন নিহত হয়েছে, নিহতদেও বেশিরভাগই ছিল শিক্ষার্থী। আইএস-এ হামলা চালিয়েছে বলে দাবি করা হয়।