বগুড়ায় সড়ক দুঘর্টনায় ২ জন নিহত : আহত ২

343

বগুড়া, ৮ এপ্রিল ২০১৮(বাসস) : জেলায় শাজাহানপুর উপজেলার রানীরহাটে আজ রোববার সকালে একটি ট্রাক সিএনজি অটো রিকশাকে ধাক্কা দিলে ঘটনা স্থলে ২জন নিহত এবং ২জন আহত হয়েছে। মৃতরা হচ্ছে নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রামের বকুল সরকারের পুত্র শ্রী গনেস (৪৫) ও বগুড়া সদরের শশীবদনী এলাকার সালামত আলীর পুত্র রমজান আলী (৬০)।
বগুড়া মেডিকেল ফাঁড়ির এসআই আমিজ মন্ডল জানান, আজ সকাল সাড়ে ৭টায় নাটোরের সিংড়া বাজার থেকে মাছ নিয়ে একটি সিএনজি বগুড়ায় আসছিল। শাজাহানপুরের রানীর হাটের সন্নিকটে বগুড়া বিপরীত দিতে থেকে একটি ট্রাক সিএনজি অটো রিকশাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এ সময় শ্রী গনেস ঘটনা স্থলে মারা যায়। আহত অবস্থায় অপর সিএজি যাত্রী রমজানআলীকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর সে মারা যায়।
দুর্ঘটনায় নিহত রমজানের দুই পুত্র আজিজুল ও রাহেদুল আহত আহত হয়। তাদের মধ্যে আজিজুলের আবস্থা আশংকাজনক। তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সিএনজিটি দুমড়ে মুচড়ে যায়। নিহতদের লাশ ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা আছে।