জর্জিয়ার নির্বাচনে ক্ষমতাসীন দলের জয়ের দাবি, বিরোধীদের বিক্ষোভের ডাক

528

জর্জিয়া, ১ নভেম্বর, ২০২০ (বাসস ডেস্ক) : জর্জিয়ায় আগাম সংসদীয় নির্বাচনে ক্ষমতাসীন দল বিজয়ের পথে এগিয়ে রয়েছে- রোববার নির্বাচন কমিশনের এমন ঘোষণার পর বিরোধী দল ভোটের ফলাফল প্রত্যাখান করে বিক্ষোভের ডাক দিয়েছে।
কেন্দ্রীয় নির্বাচন কমিশন বলেছে, ৫৮ শতাংশ ভোট গণনা হয়েছে, এতে ক্ষমতাসীন জর্জিয়ান ড্রিম পার্টি বিরোধী দলের চেয়ে ৪৯.৩২ থেকে ৪৪.৪৭ শতাংশ ভোটে এগিয়ে রয়েছে। ফলে এ দলের আইনসভার ১৫০ টি আসনের ১২০ টি আসন নিশ্চিত হবে।
ক্ষমতাসীন দলের নেতা বিলিয়নিয়ার সাবেক প্রধানমন্ত্রী বিডজিনা ইভানিসভিল বলেছেন,তার দল “ পরপর তৃতীয়বারের মতো নির্বাচনে বিজয়ী হয়েছে।”
তিনি বলেন,“জর্জিয়ানরা একটি দুর্দান্ত দলকে নির্বাচিত করেছে।”
বিরোধী দলীয় নির্বাসিত নেতা সাবেক প্রেসিডেন্ট মিখাইল সাকাসভিল বলেছেন, জর্জিয়ান ড্রিম “নির্বাচনের ভুয়া ফলাফল ঘোষণা করেছে।” ভোট রক্ষায় তিনি “গণবিক্ষোভের” (সমর্থকদের) ঘোষণা দিয়েছেন।
নির্বাচনের কয়েক মাস আগে থেকে অন্য ছোট দলগুলোর সঙ্গে ঐক্য গড়ে তোলা সাকাসভিলের ইউনাইটেড ন্যাশনাল মুভমেন্ট (ইউএনএম) ক্ষমতাসীন দলকে চ্যালেঞ্জ করে নির্বাচনে অংশ নেয়। নির্বচিত হলে তার দল জোট সরকার গঠন করার ঘোষণা দেয়।
জর্জিয়ার জটিল নির্বাচনী আইনের কারণে ১৫০ টি আসনের ফলাফল নভেম্বরের শেষ নাগাদ চূড়ান্ত হতে পারে।