বাসস ক্রীড়া-১৩ : রেকর্ডের দিন জরিমানার কবলে গেইলের

364

বাসস ক্রীড়া-১৩
ক্রিকেট-আইপিএল
রেকর্ডের দিন জরিমানার কবলে গেইলের
আবু ধাবি, ৩১ অক্টোবর ২০২০ (বাসস) : গতরাতে রাজস্থান রয়্যালসের বিপক্ষে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) টি-টুয়েন্টি ক্রিকেটের ত্রয়োদশ আসরের ৫০তম ম্যাচে ৬৩ বলে ৬টি চার ও ৮টি ছক্কায় ৯৯ রানের ইনিংস খেলেন কিংস ইলেভেন পাঞ্জাবের ওয়েস্ট ইন্ডিজের বিধ্বংসী ব্যাটসম্যান ক্রিস গেইল। এই ইনিংসে মাধ্যমে টি-টুয়েন্টি ক্রিকেটে ১হাজার ছক্কার অনন্য এক রেকর্ড গড়েন তিনি।
গেইলের রেকর্ড স্পর্শ করা ম্যাচে হেরেছে রাজস্থান রয়্যালসের কাছে ৭ উইকেটে হেরেছে পাঞ্জাব। দলের হারেই শুধুমাত্র মন খারাপ নেই গেইলের, ম্যাচে আইপিএলের আচরণবিধি ভঙ্গের দায়ে ম্যাচ ফি’র ১০ শতাংশ কাটা যাচ্ছে তার।
সেঞ্চুরি থেকে এক রান দূরে থাকতে রাজস্থানের ইংল্যান্ডের পেসার জোফরা আর্চারের বলে বোল্ড হন গেইল। সেঞ্চুরি না পাওয়ার ক্ষোভে ব্যাট মাটিতে ছুঁড়ে মারেন তিনি। ফলে আইপিএলের কোড অব কন্ডাক্টের ২.২ ধারার ভঙ্গ করার অভিযোগ আনা হয় গেইলের বিপক্ষে।
এমন অভিযোগ গেইল মেনে নেয়ায়, কোন শুনানির প্রয়োজন পড়েনি। তাই তাকে ম্যাচ ফি’র ১০ শতাংশ জরিমানা করা হয়েছে।
বাসস/এএমটি/২১৫০/স্বব