ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৮১ লাখ ছাড়িয়েছে

479

নয়াদিল্লি, ৩১ অক্টোবর, ২০২০ (বাসস ডেস্ক) : ভারতে নতুন করে একদিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ৪৮ হাজার ৬৪৮ জন। এ নিয়ে দেশটিতে শনিবার পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮১ লাখ ৩৭ হাজার ১১৯ জনে। করোনামুক্ত হয়েছে ৭৪ লাখের বেশী লোক, এই হার ৯১.৩৪ শতাংশ । আজ সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রনালয়ের পরিসংখ্যানে এ কথা জানানো হয়।
ভারতে করোনায় নতুন করে একদিনে ৫৫১ জনের মৃত্যুতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ২১ হাজার ৬৪১এ।
ইতোমধ্যেই ৭৪ লাখ ৩২ হাজার ৮২৯ জন করোনামুক্ত হয়েছে, করোনায় মৃত্যু হার কমে দাঁড়িয়েছে ১.৪৯ শতাংশে।
করোনায় আক্রান্ত চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৫ লাখ ৮২ হাজার ৬৪৯ জন, যা মোট আক্রান্তদের ৭.১৬ শতাংশ ।