বিশ্বব্যাপী এক দিনে ৫ লাখ ৫ হাজারের বেশি মানুষ করোনা আক্রান্তের নতুন রেকর্ড

350
MOSCOW, RUSSIA - OCTOBER 28, 2020: Medical staff members with a patient on a stretcher at Moscow's City Hospital No 15 (Filatov Hospital) treating COVID-19 patients. Sergei Bobylev/TASS Ðîññèÿ. Ìîñêâà. Ìåäèöèíñêèå ñîòðóäíèêè ñ ïàöèåíòîì â ãîðîäñêîé êëèíè÷åñêîé áîëüíèöå ¹15 èìåíè Î.Ì. Ôèëàòîâà, ãäå îêàçûâàþò ïîìîùü ïàöèåíòàì ñ êîðîíàâèðóñíîé èíôåêöèåé COVID-19. Ñåðãåé Áîáûëåâ/ÒÀÑÑ

জেনেভা, ৩১ অক্টোবর, ২০২০ (বাসস ডেস্ক) : বিশ্বব্যাপী ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৫ লাখ ৫ হাজারেরও বেশি মানুষ মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এক দিনের হিসাবে আক্রান্তের সংখ্যার ক্ষেত্রে এটি একটি নতুন রেকর্ড। এ নিয়ে বিশ্বের বিভিন্ন দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে প্রায় ৪ কোটি ৪৯ লাখে দাঁড়ালো। খবর তাসের।
শুক্রবার প্রকাশিত বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) উপাত্ত অনুযায়ী, ২৪ ঘণ্টায় বিশ্বব্যাপী মৃতের সংখ্যা ৭ হাজার ছাড়িয়ে গেছে। বিশ্বের বিভিন্ন দেশে এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে প্রায় ১১ লাখ ৮০ হাজারে দাঁড়ালো।
৩০ অক্টোবর মস্কো সময় ১৮:২৮ টা পর্যন্ত ডব্লিউএইচও ৪ কোটি ৪৮ লাখ ৮৮ ৮৬৯ জনের করোনা আক্রান্তের এবং ১১ লাখ ৭৮ হাজার ৪৭৫ জনের মৃত্যুর খবর পেয়েছে। গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ৫ লাখ ৫ হাজার ৭৫৬ জন এবং মৃতের সংখ্যা ৭ হাজার ৯ জন বৃদ্ধি পেয়েছে। এর আগে গত ২৪ অক্টোবর প্রাত্যহিক হিসাবে করোনাভাইরাসে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড হয়। সেদিন আক্রান্তের সংখ্যা ছিল ৪ লাখ ৯০ হাজার ২৯৮ জন।
বিশ্বের বিভিন্ন দেশের কেবলমাত্র সরকারি সূত্রের দেয়া তথ্যের ওপর ভিত্তি করে ডব্লিউএইচও তাদের পরিসংখ্যান প্রকাশ করে থাকে।
ডব্লিউএইচও’র পরিসংখ্যান অনুযায়ী গত ২৪ ঘণ্টায় ইউরোপে সর্বোচ্চ ২ লাখ ৫৮ হাজার ৬২৮ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে। এদিক থেকে দ্বিতীয় অবস্থানে থাকা উত্তর ও দক্ষিণ আমেরিকায় ১ লাখ ৫২ হাজার ২১১ জন এবং তৃতীয় অবস্থানে থাকা দক্ষিণপূর্ব এশিয়ায় ৫৮ হাজার ২১২ জন এ ভাইরাসে সংক্রমিত হয়েছে।