ইউরোপে করোনায় আক্রান্তের সংখ্যা ১ কোটি ছাড়িয়েছে

372

প্যারিস, ৩১ অক্টোবর, ২০২০ (বাসস ডেস্ক) : ইউরোপে মহামারি করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা ১ কোটি ছাড়িয়ে গেছে। এ বছরের শুরুর দিকে মহাদেশটিতে প্রথম এ ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয়। গ্রীনিচ মান সময় ১৬৩০ টা পর্যন্ত স্বাস্থ্য কর্তৃপক্ষের দেয়া তথ্যের ওপর ভিত্তি করে তৈরি এএফপি’র পরিসংখ্যান থেকে এ তথ্য জানা গেছে। খবর এএফপি’র।
বর্তমানে বিশ্বের তৃতীয় সর্বোচ্চ করোনা আক্রান্ত মহাদেশ হচ্ছে ইউরোপ। এ অঞ্চলে মোট ৫২ টি দেশ রয়েছে। এর আগের অবস্থানে থাকা ল্যাটিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলে এ পর্যন্ত মোট ১ কোটি ১২ লাখ এবং এশিয়ায় ১ কোটি ৫ লাখ মানুষ কোভিড-১৯ রোগে সংক্রমিত হয়েছে।
এদিকে ইউরোপের বিভিন্ন দেশে এ পর্যন্ত ২ লাখ ৭৫ হাজার মানুষ করোনাভাইরাসে প্রাণ হারিয়েছে।