সেনেগালের উপকূলে অভিবাসন প্রত্যাশীদের নৌকা ডুবিতে কমপক্ষে ১৪০ জনের মৃত্যু : আইওএম

355

ডাকার, ৩০ অক্টোবর, ২০২০ (বাসস ডেস্ক) : সেনেগালের উপকূলে গত সপ্তাহে অভিবাসন প্রত্যাশীদের এক নৌকা ডুবির ঘটনায় ১৪০ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে। এ নৌযানে করে প্রায় ২শ’ জনকে বহন করা হচ্ছিল। ২০২০ সালের এ পর্যন্ত নৌকা ডুবিতে এটি সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা। অভিবাসন বিষয়ক আন্তর্জাতিক দপ্তর (আইওএম) বৃহস্পতিবার এক বিবৃতিতে একথা জানিয়েছে। খবর এএফপি’র।
এর আগে সেনেগাল কর্তৃপক্ষ এ নৌযান ডুবির ঘটনায় কমপক্ষে ১০ জনের মৃত্যু এবং ৬০ জনকে উদ্ধারের খবর জানিয়েছিল।
ডাকারে নিযুক্ত আইওএমের নারী মুখপাত্র আইসাতু সাই এএফপি’কে বলেন, ‘স্থানীয় কমিউনিটির লোকজন আমাদেরকে জানিয়েছে , নৌকাটিতে প্রায় ২শ’ জন যাত্রী ছিল। এদের মধ্যে কমপক্ষে ১৪০ জন প্রাণ হারিয়েছে।’