ফ্লোরিডায় কয়েকঘন্টার ব্যবধানে ট্রাম্প ও বাইডেনের নির্বাচনী সমাবেশ

362

মিয়ামি, ২৯ অক্টোবর, ২০২০ (বাসস ডেস্ক) : যুক্তরাষ্ট্রের নির্বাচনে ব্যাটলগ্রাউন্ড হিসেবে পরিচিত ফ্লোরিডা অঙ্গরাজ্যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন একইদিনে নির্বাচনী সমাবেশ করতে যাচ্ছেন।
এই প্রথমবার রিপাবলিকান প্রার্থী ট্রাম্প ও ডেমোক্রেট প্রার্থী বাইডেন একই অঙ্গরাজ্যে একইদিনে সমাবেশ করছেন।
বৃহস্পতিবার কয়েকঘন্টার ব্যবধানে তাদের এ সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে।
আমেরিকার তৃতীয় বৃহত্তম এই অঙ্গরাজ্যে যে প্রার্থী বিজয়ী হয় সেই হোয়াইট হাউস জিতে নিতে পারেন। একমাত্র একবারের ব্যতিক্রম বাদে ১৯৬৪ সাল থেকেই এ ধারা চলে আসছে। এবারে এ রাজ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া গেছে।
ট্রাম্পের সমাবেশটি অনুষ্ঠিত হচ্ছে বিকেলে। তার অধিকাংশ সমর্থকই সাধারণত মাস্ক ছাড়া সমাবেশে অংশ নিয়ে থাকে। অন্যদিকে বাইডেনের সমর্থকেরা সন্ধ্যায় গাড়িতে বসে সমাবেশে অংশ নেবে ।
এদিকে একদিন আগে বাইডেন তার নিজ রাজ্য দেলাওয়ারে তার আগাম ভোট দেন এবং স্বাস্থ্য বিশেষজ্ঞদের সাথে সাক্ষাত করেন। এ সময়ে তিনি মহামারি দমনে বিজ্ঞান ভিত্তিক পন্থা অবলম্বনে ভোটারদের কাছে তার আশ^াস পুর্নব্যক্ত করেন।
অন্যদিকে ট্রাম্প আরিজোনার গুডইয়ারে এক নির্বাচনী সমাবেশে জয়ের আশা পুর্নব্যক্ত করে বলেন, আগামী ছয়দিনের মধ্যে আমরা আরো বড় ধরণের বিজয় পেতে যাচ্ছি।