দক্ষিণ-পশ্চিম বায়ু আগামী ২৪ ঘন্টায় বিদায় নিতে পারে

417

ঢাকা, ২৯ অক্টোবর, ২০২০(বাসস) : দক্ষিণ-পশ্চিম বায়ু আগামী ২৪ ঘন্টায় বিদায় নিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
মৌসুমী বায়ু কক্সবাজার অঞ্চলে কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে তা দুর্বল অবস্থায় অবস্থান করছে।
আজ আবহাওয়া অধিদফতরের সিনপটিক অবস্থায় বলা হয়েছে, দক্ষিণ-পশ্চিমবায়ু কুমিল্লা,নোয়াখালী ও চট্টগ্রাম অঞ্চলসহ রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা , বরিশাল ময়মনসিংহ ও সিলেট বিভাগ থেকে বিদায় নিয়েছে। এটি কক্সবাজার অঞ্চলে অবস্থান করছে।
সকাল ৯ টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে চট্টগ্রাম অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এছাড়া সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
পরবর্তী ৭২ ঘন্টায় বলা হয়েছে, এই সময়ের শেষ দিকে সারাদেশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ২১ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৬টা ৩ মিনিটে।