বাসস ক্রীড়া-৭ : অবশেষে থামলেন রাবাদা

137

বাসস ক্রীড়া-৭
ক্রিকেট-আইপিএল
অবশেষে থামলেন রাবাদা
দুবাই, ২৮ অক্টোবর ২০২০ (বাসস) : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) টি-টুয়েন্টি ক্রিকেটে টানা ২৫ ম্যাচে উইকেট নেয়ার পর অবশেষে থামলেন দক্ষিণ আফ্রিকার পেসার কাগিসো রাবাদা।
এবারের আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলছেন রাবাদা। এবারের আসরসহ আইপিএলে গতকাল রাত পর্যন্ত মোট ৩০টি ম্যাচ খেলেছেন তিনি। টানা ২৫ ম্যাচে উইকেট শিকারের পর গতরাতের ম্যাচে উইকেটশুন্য ছিলেন রাবাদা।
সানরাইজার্স হায়দারাবাদের বিপক্ষে ম্যাচে তার বোলিং ফিগার ছিলো- ৪ ওভারে ৫৪ রানে উইকেট শুন্য। ২০১৭ সালে নিজের প্রথম আইপিএল আসরে হায়দারাবাদের বিপক্ষে উইকেটশুন্য ছিলেন তিনি। এরপর থেকে টানা ২৫ ম্যাচে উইকেট নিয়েছেন রাবাদা। গতকালের ম্যাচে উইকেট না পাওয়ায় টানা ২৫ ম্যাচে উইকেট নেয়ার পথে থামতে হলো তাকে।
রাবাদার আগে আইপিএলে টানা উইকেট শিকারের আগের রেকর্ডটি ছিল ভারতীয় পেসার বিনয় কুমারের। ২০১২ ও ২০১৩ আসর মিলিয়ে টানা ১৯ ম্যাচ উইকেট নিয়েছিলেন বিনয়। এছাড়াও শ্রীলংকার লাসিথ মালিঙ্গা ২০১৫ থেকে ২০১৭ মৌসুম পর্যন্ত টানা ১৫ ম্যাচে উইকেট নিয়েছিলেন।
বাসস/এএমটি/১৩৪৫/স্বব