বাসস ক্রীড়া-৫ : আগামী বছর কোপা আমেরিকায় দর্শকের উপস্থিতির আশা করছে কনমেবল

150

বাসস ক্রীড়া-৫
ফুটবল-কোপা আমেরিকা
আগামী বছর কোপা আমেরিকায় দর্শকের উপস্থিতির আশা করছে কনমেবল
সাও পাওলো, ২৮ অক্টোবর ২০২০ (বাসস) : করোনার ভ্যাকসিন সময়মত পাওয়া গেলে আগামী বছর পরিপূর্ণ দর্শকের উপস্থিতিতেই কোপা আমেরিকা আয়োজনের আশা করছে দক্ষিণ আমেরিকান ফুটবল কনফেডারেশন (কমমেবল)। সোমবার কনমেবল’র ডেভেলপিং ডাইরেক্টর গঞ্জালো বেলোসো এই আশাবাদ ব্যক্ত করেছেন।
২০২১ সালের জুন-জুলাইয়ে আর্জেন্টিনা ও কলম্বিয়ায় যৌথভাবে কোপা আমেরিকা অনুষ্ঠিত হবে। এ বছর এটা অনুষ্ঠিত হবার কথা থাকলেও করোনার কারনে পিছিয়ে দিতে বাধ্য হয়েছে আয়োজকরা। কিন্তু আগামী বছর দক্ষিণ আমেরিকান অঞ্চলের সর্বোচ্চ এই ফুটবল আসরে দর্শকদের উপস্থিতির ব্যপারে দারুন আশাবাদী সংস্থাটি। এ সম্পর্কে বেলোসো বলেছেন, ‘করোনাভাইরাসের ভ্যাকসিন পাওয়া গেলে কোপা আমেরিকায় আমরা দর্শকের উপস্থিতির পরিকল্পনা করছি। আর তা যদি না হয় তবে অন্তত ৩০ থেকে ৪০ শতাংশ দর্শকের উপস্থিতির নিশ্চিতের বিষয়টিও আমরা ভেবে দেখছি।’
বেলোসো আরো জানিয়েছেন পুরো বিষয়টি আয়োজক দুই দেশের চূড়ান্ত সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।
এই প্রথম দুই দেশে যৌথভাবে কোপা আমেরিকার আয়োজন হতে যাচ্ছে। আগামী বছর ১১ জুন থেকে ১০ জুলাই পর্যন্ত এই টুর্নামেন্ট আয়োজিত হবে।
বাসস/নীহা/১৩৪০/স্বব