বাসস ক্রীড়া-৩ : ফিফা সভাপতি ইনফান্তিনো করোনা পজিটিভ

162

বাসস ক্রীড়া-৩
ফুটবল-ফিফা
ফিফা সভাপতি ইনফান্তিনো করোনা পজিটিভ
জুরিখ, ২৮ অক্টোবর ২০২০ (বাসস) : এবার করোনায় আক্রান্ত হলেন ফিফা সভাপাতি গিয়ান্নি ইনফান্তিনো। বিশ^ ফুটবলের নিয়ন্ত্রন সংস্থা এই তথ্য নিশ্চিত করেছ।
৫০ বছর বয়সী ইনফান্তিনোর শরীরে খুব অল্প উপস্বর্গ দেখা গেছে। ইতোমধ্যেই তিনি ১০ দিনের আইসোলেশনে চলে গেছেন। এক বিবৃতিতে ফিফা জানিয়েছে, ‘গত কয়েকদিনে ফিফা সভাপতির সান্নিধ্যে যারা এসেছেন তাদেরকে ইতোমধ্যেই বিষয়টি জানানো হয়েছে এবং পরবর্তী পদক্ষেপ গ্রহণে অনুরোধ জানানো হয়েছে। সভাপতি ইনফান্তিনোর দ্রুত আরোগ্য কামনা করছে ফিফা।’
গত ১৬ অক্টোবর ফিফার কমপ্লেইন্স সামিটে সর্বশেষ ইনফান্তিনো যোগ দিয়েছিলেন। যদিও পুরো সামিটটি ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে।
সারা ইউরোপ জুড়েই বর্তমানে করোনার দ্বিতীয় প্রবাহ অতিবাহিত হচ্ছে। সুইজারল্যান্ডও তার ব্যতিক্রম নয়। অক্টোবর জুড়েই প্রতি সপ্তাহে সেখানে আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পেয়েছে। সুইস সরকার খুব দ্রুতই এ ব্যপারে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে বলে ইঙ্গিত পাওয়া গেছে।
বাসস/নীহা/১৩৩৫/স্বব