বাসস দেশ-২৯ : মগবাজারে মোটর সাইকেল আরোহী নিহতের ঘটনায় বাস মালিক আটক

666

বাসস দেশ-২৯
মগবাজার -নিহত-আটক
মগবাজারে মোটর সাইকেল আরোহী নিহতের ঘটনায় বাস মালিক আটক
ঢাকা, ৫ আগস্ট ২০১৮ (বাসস) : রাজধানীর মগবাজারে বাসচাপায় মোটর সাইকেল আরোহী নিহতের ঘটনায় এসপি গোল্ডেন লাইন পরিবহনের মালিক জুনায়েদ হোসেন লস্করকে (৪৬) আটক করেছে র‌্যাব। তার পিতার নাম শাহাদাৎ হোসেন লস্কর। তার বাড়ি সাতক্ষীরার লস্কর পাড়ায়।
র‌্যাব জানিয়েছে, গত শুক্রবার রাজধানীর মগবাজার ওয়ারলেস মোড় সংলগ্ন গ্রান্ড প্লাজার সামনে এসপি গোল্ডেন লাইন পরিবহনের একটি মিনিবাস বেপরোয়া গতিতে এসে সাইফুল ইসলাম রানা (২৩) নামে এক মোটর সাইকেল আরোহীকে চাপা দেয়। পরে তিনি চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।
নিহত সাইফুল ইসলাম রানা মগবাজার ওয়ারলেস মোড়স্থ ঢাকা কমিউনিটি হাসপাতালে সিনিয়র নার্স (ব্রাদার) হিসেবে কর্মরত ছিলেন।
র‌্যাব আরো জানায়, এই ঘটনার প্রেক্ষিতে র‌্যাবের একটি দল শনিবার সন্ধ্যায় সাতক্ষীরার লস্করপাড়া এলাকা থেকে এসপি গোল্ডেন লাইন পরিবহনের মালিককে আটক করে।
দুর্ঘটনার পর বিক্ষুদ্ধ জনতা মিনিবাসটি পুড়িয়ে দেয় এবং ঘাতক বাসটির চালক মো: ইমরান হোসেনকে (২৫) আটক করে পুলিশের হাতে সোপর্দ করে।
এ সংক্রান্তে নিহত সাইফুল ইসলাম রানার পিতা শাহজাহান আলী বাদী হয়ে রমনা থানায় ওই পরিবহনের মালিক বাহরুন লস্কর ও চালক ইমরানসহ ৫ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন।
বাসস/সবি/এমএমবি/২০১৫/এবিএইচ