পাকিস্তানে মাদ্রাসায় বিস্ফোরণে কমপক্ষে ৭ শিক্ষার্থী নিহত

354

পেশোয়ার, পাকিস্তান, ২৭ অক্টোবর, ২০২০ (বাসস ডেস্ক): পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে এক মাদ্রাসায় কোরান অধ্যয়ন ক্লাসে বোমা হামলায় কমপক্ষে ৭ জন শিক্ষার্থী নিহত ও আরো অনেকে আহত হয়েছে। কর্মকর্তারা এ কথা জানান। খবর এএফপি’র।
পুলিশ কর্মকর্তা ওয়াকার আজিম জানান, ইসলামাবাদ থেকে প্রায় ১৭০ কিলোমিটার (প্রায় ১০০ মাইল) পশ্চিমে পেশোয়ারের এক মাদ্রাসায় ৬০ জনেরও বেশি শিক্ষার্থী পাঠ গ্রহণকালে বিস্ফোরণ ঘটে।
আজিম এএফপিকে জানান, একটি হলে কোরান ক্লাস চলাকালে এ বিস্ফোরণ ঘটে। কোনো এক ব্যক্তি হলের ভেতরে একটি ব্যাগ নিয়ে প্রবেশ করেছিল। তিনি জানান, ব্যাগ নিয়ে প্রবেশকারি ব্যক্তি বিস্ফোরণের আগেই হল ছেড়ে বেড়িয়ে যায়।
আরেক জন পুলিশ কর্মকর্তা মোহাম্মদ আলী গান্ডাপুর জানান, কমপক্ষে ৭ জন এই বিষ্ফোরণে নিহত ও প্রায় ৫০ জনেরও বেশি আহত হয়েছে।
স্থানীয় হাসপাতালের মুখপাত্র মোহাম্মদ আসিম খান এএফপিকে জানান, ৭ জনের মরদেহ ও ৭০ জনকে আহত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। নিহতদের বয়স ২০ থেকে ৪০ বছরের মধ্যে। শিক্ষক ও ছাত্ররা এতে আহত হয়। আহতদের মধ্যে ৭ বছরের বয়সী বালকও রয়েছে।
তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি।