নিষিদ্ধ স্মিথকে সরিয়ে প্রথমবারের মতো শীর্ষে কোহলি

384

দুবাই, ৫ আগস্ট ২০১৮ (বাসস) : টানা ৩২ মাস আইসিসি টেস্ট র‌্যাংকিং-এ ব্যাটসম্যানদের তালিকায় শীর্ষে ছিলেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক স্টিভেন স্মিথ। এবার স্মিথকে সরিয়ে শীর্ষস্থান দখলে নিলেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। ইংল্যান্ডের বিপক্ষে বার্মিংহামে সিরিজের প্রথম টেস্টের দু’ইনিংসে যথাক্রমে ১৪৯ ও ৫১ রান করেন কোহলি। ফলে ৯৩৪ রেটিং নিয়ে স্মিথকে পেছনে ফেলে আইসিসি টেস্ট র‌্যাংকিং-এ ব্যাটসম্যানদের তালিকার শীর্ষস্থান দখলে নেন কোহলি।
ভারতের সপ্তম ব্যাটসম্যান হিসেবে টেস্ট র‌্যাংকিং-এ ব্যাটসম্যানদের তালিকার শীর্ষে উঠলেন কোহলি। এর আগে, ভারতের হয়ে টেস্ট র‌্যাংকিং-এ ব্যাটসম্যানদের তালিকার শীর্ষে উঠেছিলেন দিলিপ ভেঙ্গসরকার, সুনীল গাভাস্কার, বিরেন্দার শেবাগ, গৌতম গম্ভীর, রাহুল দ্রাবিড় ও শচীন টেন্ডুলকার।
ভারতের হয়ে সর্বশেষ টেস্ট র‌্যাংকিং-এ ব্যাটসম্যানদের তালিকার শীর্ষে উঠেছিলেন টেন্ডুলকার। ২০১১ সালের জুনে শীর্ষস্থান দখলে নেন টেন্ডুলকার। সাত বছর পর আবারো ভারতের কোন ব্যাটসম্যান শীর্ষে নিজের নাম লিখলেন।
ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট শুরুর আগে কোহলির রেটিং ছিলো ৯০৩। প্রথম টেস্ট শেষে ৩১ রেটিং অর্জন করে ৬৭ ম্যাচের ক্যারিয়ারে প্রথমবারের মত শীর্ষে উঠলেন কোহলি।
২০১৫ সালের ডিসেম্বর থেকে টেস্ট র‌্যাংকিং-এ ব্যাটসম্যানদের তালিকার শীর্ষে ছিলেন স্মিথ। গেল মার্চে কেপটাউনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বল টেম্পারিং-এর সাথে জড়িত থাকার অভিযোগে এক বছরের জন্য নিজ দেশের ক্রিকেট বোর্ড কর্তৃক নিষিদ্ধ হন স্মিথ। ফলে গেল পাঁচ মাস ধরে ক্রিকেট খেলার বাইরে আছেন তিনি। ফলে গেল মার্চে নিষিদ্ধ হবার আগে যে রেটিং অর্জন করেছিলেন স্মিথ, সেখানেই আটকে রয়েছেন। তার বর্তমান রেটিং ৯২৯। বর্তমানে স্মিথের চেয়ে ৫ রেটিং এগিয়ে আছেন কোহলি। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে এখনও চার টেস্ট বাকী। যে ফর্মে আছে, তা ধরে রাখতে পারলে স্মিথের সাথে রেটিং ব্যবধান আরও বেড়ে যাবে কোহলির।
কোহলির রেটিং এখন ৯৩৪। যা ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ রেটিং। তবে বিশ্বের মধ্যে ১৪তম সর্বোচ্চ। এই তালিকায় সবার উপরে রয়েছে অস্ট্রেলিয়ার স্যার ডন ব্র্যাডম্যান। ৯৬১ রেটিং সংগ্রহে ছিলো ব্র্যাডম্যানের।