বাসস ক্রীড়া-১২ : অভিষেকেই সেঞ্চুরি করা ১৪তম খলোয়াড় হেনড্রিক্স

318

বাসস ক্রীড়া-১২
ক্রিকেট-ওয়ানডে
অভিষেকেই সেঞ্চুরি করা ১৪তম খলোয়াড় হেনড্রিক্স
ক্যান্ডি, ৫ আগস্ট ২০১৮ (বাসস) : ক্যান্ডিতে আজ শ্রীলংকার বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডেতে নিজের প্রথম ম্যাচ খেলতে নেমে সেঞ্চুরি করেছেন দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান রেজা হেনড্রিক্স। বিশ্বের ১৪তম খেলোয়াড় হিসেবে ওয়ানডেতে অভিষেকেই সেঞ্চুরি করলেন হেনড্রিক্স। তবে দক্ষিণ আফ্রিকার তৃতীয় ব্যাটসম্যান হিসেবে এই কীর্তি গড়লেন তিনি। এর আগে দক্ষিণ আফ্রিকার হয়ে কলিন ইনগ্রাম ও তেম্বা বাভুমা অভিষেক ওয়ানডেতে সেঞ্চুরি করেন।
১২টি টি-২০ খেলার অভিজ্ঞতা নিয়ে শ্রীলংকার বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের তৃতীয় ওয়ানডে খেলতে নামেন হেনড্রিক্স। ম্যাচের সপ্তম ওভারেই ক্রিজে যান তিনি। ৩৪ দশমিক ৫ ওভার পর্যন্ত ক্রিজে ছিলেন তিনি। এসময় ৮টি চার ও ১টি ছক্কায় ৮৯ বলে ১০২ রান করেন হেনড্রিক্স। তার সেঞ্চুরি করা ম্যাচে ৭৮ রানে জিতে সিরিজ জয় নিশ্চিত করে দক্ষিণ আফ্রিকা।
ওয়ানডেতে অভিষেক ম্যাচে প্রথম সেঞ্চুরি করেছিলেন ইংল্যান্ডের ডেনিস আমিস। ১৯৭২ সালে ম্যানচেষ্টারে অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজের প্রথম ওয়ানডে ম্যাচে সেঞ্চুরি করেছিলেন আমিস। এই তালিকায় আছেন মাথায় বলের আঘাত পেয়ে মৃত্যুবরণ করা অস্ট্রেলিয়ার ফিলিপ হিউজের। ২০১৩ সালের জানুয়ারিতে মেলবোর্নে শ্রীলংকার বিপক্ষে নিজের অভিষেক ওয়ানডেতে ১১২ রান করেছিলেন হিউজ।
ওয়ানডেতে অভিষেক ম্যাচে সেঞ্চুরি করা খেলোয়াড়দের তালিকা :
খেলোয়াড় রান প্রতিপক্ষ ভেন্যু তারিখ
ডেনিস আমিস (ইংল্যান্ড) ১০৩ অস্ট্রেলিয়া ম্যানচেষ্টার ২৪ আগস্ট ১৯৭২
ডেসমন্ড হেইন্স (ওয়েস্ট ইন্ডিজ) ১৪৮ অস্ট্রেলিয়া সেন্ট জন্স ২২ ফেব্রুয়ারি ১৯৭৮
অ্যান্ডি ফ্লাওয়ার (জিম্বাবুয়ে) ১১৫* শ্রীলংকা নিউ প্লেমাউথ ২৩ ফেব্রুয়ারি ১৯৯২
সেলিম এলাহি (পাকিস্তান) ১০২* শ্রীলংকা গুজরানওয়ালা ২৯ সেপ্টেম্বর ১৯৯৫
মার্টিন গাপটিল (নিউজিল্যান্ড) ১২২* ওয়েস্ট ইন্ডিজ অকল্যঠহু ১০ জানুয়ারি ২০০৯
কলিন ইনগ্রাম (দক্ষিণ আফ্রিকা) ১২৪ জিম্বাবুয়ে ব্লুমফন্টেইন ১৫ অক্টোবর ২০১০
রব নিকোল (নিউজিল্যান্ড) ১০৮* জিম্বাবুয়ে হারারে ২০ অক্টোবর ২০১১
ফিলিপ হিউজ (অস্ট্রেলিয়া) ১১২ শ্রীলংকা মেলবোর্ন ১১ জানুয়ারি ২০১৩
মাইকেল লাম্ব (ইংল্যান্ড) ১০৬ ওয়েস্ট ইন্ডিজ নর্থ সাউন্ড ২৮ ফেব্রুয়ারি ২০১৪
মার্ক চাপম্যান (নিউজিল্যান্ড) ১২৪* সংযুক্ত আরব আমিরাত দুবাই ১৬ নভেম্বর ২০১৫
লোকেশ রাহুল (ভারত) ১০০* জিম্বাবুয়ে হারারে ১১ জানুয়ারি ২০১৬
তেম্বা বাভুমা (দক্ষিণ আফ্রিকা) ১১৩ আয়ারল্যান্ড বেনোনি ২৫ সেপ্টেম্বর ২০১৬
ইমাম-উল-হক (পাকিস্তান) ১০০ শ্রীলংকা আবু ধাবি ১৮ অক্টোবর ২০১৭
রেজা হেনড্রিক্স (দক্ষিণ আফ্রিকা) ১০২ শ্রীলংকা ক্যান্ডি ৫ আগস্ট ২০১৮
বাসস/এএমটি/১৯৩৫/মোজা/স্বব