শারদোৎসবের শেষ প্রহরে বিষাদের সুর, শোভাযাত্রা নেই

406

কলকাতা, ২৬ অক্টোবর ২০২০ (বাসস) : টানা পাঁচদিনের পূজার পর বিজয়া দশমীর আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে বাংলার চিরাচরিত শারদোৎসব শেষ হলো আজ।
দীর্ঘ এক বছরের প্রতিক্ষা ও বিগত পাঁচটি দিনের আনন্দ, উৎসবের মধ্য দিয়ে কেটে যাওয়ার পর দশমীর বিষাদের সুর নেমে এলো বাংলার ঘরে ঘরে।
অন্যান্য বছরের তুলনায় কলকাতাসহ বাংলার বিভিন্ন এলাকায় এবারের বিজয়া দশমীর চিত্র ছিল অন্য রকম। একেবারেই আলাদা। আলাদা ছিল আরও অনেক ক্ষেত্রে। কভিডের কারণে হাইকোর্টের নির্দেশে এবারের দুর্গা পুজা ছিল অনাড়ম্বর।
হাইকোর্টের নির্দেশে এবার মহিলাদের ব্যাপক প্রচলিত সিঁদুর খেলা ছিলনা মন্ডপে। ছিলনা শোভাযাত্রা করে প্রতিমা নিয়ে বেরনো। বন্ধ ডিজে এবং মাইক এমন আবহেই সোমবার দেবি বরণের পর শহরের মন্ডপে মন্ডপে, গঙ্গার ঘাটে শুরু হয় বিসর্জন । প্রতিমা বিসর্জনের সময় ঘাট গুলোতে ভিড়ও ছিলনা তেমন। বিসর্জনের সময় প্রতিমার সাথে পাঁচ জনের বেশী মানুষকে ঘাটে ঢুঁকতে দেয়া হয়নি।