বাসস ক্রীড়া-১০ : চীনে বর্ণবাদী আচরণের শিকার ডেম্বা বা

340

বাসস ক্রীড়া-১০
ফুটবল-চীন-বর্ণবাদ-ডেম্বা বা
চীনে বর্ণবাদী আচরণের শিকার ডেম্বা বা
সাংহাই, ৫ আগস্ট ২০১৮ (বাসস/এএফপি) : চীনে গিয়ে বর্ণবাদী আচরণের শিকার হয়েছেন সেনেগালের স্ট্রাইকার ডেম্বা বা। শনিবার অনুষ্ঠিত একটি ম্যাচে একজন চীনা খেলোয়াড়কে বাঁধা দেয়ার সময় তিনি এই আচরণের শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন।
চেলসি থেকে সাংহাই সিনহুয়ায় যোগ দেয়া এই স্ট্রাইকারকে চাইনিজ সুপার লীগের ম্যাচে চেংহুন ইতাই’র মিডফিল্ডার ঝাং লি তার একজন সতীর্থের সঙ্গে বল দখলের লড়াইয়ের সময় বর্নবাদী আচরন করেন। ম্যাচটি ১-১ গোলে ড্র হয়।
চীনের বেশ কিছু গণমাধ্যমের রিপোর্টে ডেম্বা বা’র এই অভিযোগের খবরটি প্রচার করেছে। খেলার পর এই সেনেগালি দাবী করেন, ঝাং তার সঙ্গে বর্ণবাদী আচরণ করেছেন। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে সিনহুয়ার কোচ উ জিনগুই এই ঘটনার নিন্দা জানিয়েছেন।
বাসস/এএফপি/এমএইচসি/১৯১৫/মোজা/স্বব