ইইউ’র জীববৈচিত্র্য সংরক্ষণ কৌশল গ্রহণ

381

ব্রাসেলস, ২৪ অক্টোবর, ২০২০ (বাসস ডেস্ক) : জলবায়ু পরিবর্তন সামাল দিতে এবং ভবিষ্যৎ মহামারির ঝুঁকি হ্রাসের উদ্যোগ হিসেবে বাস্তুতন্ত্র সংরক্ষণের লক্ষ্যে ইউরোপিয়ান ইউনিয়নের পরিবেশ মন্ত্রীরা শুক্রবার একটি জীববৈচিত্র কৌশল গ্রহণ করেছেন।
লুক্সেমবার্গে ইউ কমিশনের ২৭ সদস্যের মন্ত্রী পর্যায়ের বৈঠকে বিশেষ সংরক্ষণের মাধ্যমে ইউ’র অন্তত ৩০ শতাংশ ভূমি-সমুদ্র সীমা এই কৌশলের আওতায় আনার ব্যাপারে সম্মত হয়েছে।
এক যৌথ বিবৃতিতে বলা হয়, “লক্ষ্য অর্জনে ইইউ’র সকল সদস্যদেশ সম্মিলিতভাবে প্রচেষ্টায় অংশ নেবে।”
জার্মান পরিবেশ মন্ত্রী ভেঞ্জা শুলজে বলেন,“কোভিড-১৯ আমাদের স্বাস্থ্য এবং অর্থনীতি ও সামাজিক স্থিতিশীলতার জন্য পরিবেশ ও জীববৈচিত্রের গুরুত্ব পুনরায় সামনে নিয়ে এসেছে।”
তিনি বলেন, “জীববৈচিত্র হচ্ছে আমাদের জীবন বীমা: এটি বিশুদ্ধ বাতাস, পানি এবং খাদ্য,নির্মান সামগ্রী ও পোশাক সরবরাহ করে। এটি কর্মসংস্থান সৃষ্টি করে এবং জীবীকা নির্বাহের ব্যবস্থা করে। পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগে,রোগ ব্যাধি ছড়ানো ও মহামারির ঝুঁকি কমাতে সহায়ক হবে।”