ফ্রান্সে করোনায় আক্রান্তের সংখ্যা ১০ লাখ ছাড়িয়েছে

299

প্যারিস, ২৪ অক্টোবর, ২০২০ (বাসস ডেস্ক) : বিশ্বব্যাপী মহামারি করোনাভাইরাস ছড়িয়ে পড়ার শুরু থেকে ফ্রান্সে এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১০ লাখ ছাড়িয়ে গেছে। গত ২৪ ঘণ্টায় ৪০ হাজারেরও বেশি মানুষ কোভিড-১৯ রোগে আক্রান্ত হওয়ায় দেশটি এ মাইলফলক অতিক্রম করলো। শুক্রবার ফ্রান্সের স্বাস্থ্য সেবা সংস্থা এ তথ্য জানিয়েছে। খবর এএফপি’র।
জনস্বাস্থ্য সংস্থা জানায়, ফ্রান্সে শুক্রবার মোট ৪২ হাজার ৩২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। আগের দিনের চেয়ে আক্রান্তের এ সংখ্যা ৪১০ জন বেশি। দেশটিতে ব্যাপকভাবে করোনা পরীক্ষা শুরুর পর এটি একটি নতুন রেকর্ড।