বাসস ক্রীড়া-২০ : ব্যাটসম্যানদের নিয়ে সমালোচনা অন্যায়, বলছেন ডোমিঙ্গো

197

বাসস ক্রীড়া-২০
ক্রিকেট-ডোমিঙ্গো
ব্যাটসম্যানদের নিয়ে সমালোচনা অন্যায়, বলছেন ডোমিঙ্গো
ঢাকা, ২২ অক্টোবর ২০২০ (বাসস) : চলমান বিসিবি প্রেসিডেন্টস কাপে সাধারন মানের ব্যাটিং প্রদর্শন সত্বেও ব্যাটসম্যানদের পারফরমেন্সে সন্তুস্ট বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো।
মুশফিকুর রহিম ও কতিপয় তরুণ ব্যাটসম্যান নিজেদের সেরাটা দিয়েছেন। আর বেশিরভাগ ব্যাটসম্যানরাই উইকেটের কারনে নিজেদের মেলে ধরতে পারেননি। ব্যাটসম্যানদের যখন এই ধরণের উইকেটে ধৈর্য্য ধরতে হয় তখন তারা ঝুঁকিপূর্ণ শট খেলে বা জোরে শট করে আউট হয়।
তবে ডোমিঙ্গো জানান, ব্যাটসম্যানদের নিয়ে সমালোচনা অন্যায়, কারণ তারা দীর্ঘদিন পর এখানে ক্রিকেট খেলছে। তিনি বলেন, ‘আমি খুব খুশি. আমি মনে করি, টুর্নামেন্টে ভালো খেলা হচ্ছে। মাঠে ছেলেরা কঠোর চেষ্টা করছে, বোলাররাও যেভাবে বোলিং করেছে, তা আপনি দেখুন। অবশ্যই, আমরা যদি আরও কিছু রান পেতাম, তাহলে আরও ভাল লাগত। তবে আমি মনে করি প্রত্যেককে বুঝতে হবে যে, খেলোয়াড়রা প্রায় সাত মাস কোনও প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলেনি।’
ডোমিঙ্গো আরও বলেন, ‘দলে যোগ দেয়া কিছু ব্যাটসম্যান গেল সপ্তাহে বা দুই সপ্তাহ আগে যোগ দিয়েছে। একজন কোচ হিসাবে আমার কাছে প্রধান বিষয় নিশ্চিত করা ছিল যে, ছেলেরা খেলার সুযোগ পাচ্ছে। অনুশীলনের চেয়ে ম্যাচ খেলা অনেক বেশি গুরুত্বপুর্ন। সকল ম্যাচই প্রতিন্দ্বন্দিতা পূর্ণ হয়েছে।’
তিনি আরও বলেলন, ‘উইকেট খুব সহজ ছিল না। আমি মনে করি, এই কারণেই গত রাতের ম্যাচে ব্যাটসম্যানরা লড়াই করেছে। কিছু তরুণ খেলোয়াড় ভাল পারফরম্যান্স করেছে। মুশফিক, রিয়াদ ও তামিমের মতো সিনিয়রা রান পেয়েছে। আসল কথা হ’ল ছেলেরা কিছুটা প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলেছে।’
ব্যাটসম্যানদের সমালোচকদের উপর ক্ষোভ ঝাড়েন ডোমিঙ্গো। তিনি জানান, কোভিড-১৯ শুরু হবার আগেও জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দারুন খেলেছে ব্যাটসম্যানরা।
জাতীয় দলের কোচ বলেন, ‘আপনাকে মনে রাখতে হবে যে, ছেলেরা সাত মাস ধরে ক্রিকেট খেলেনি। অনেক দিন ধরেই প্রতিযোগিতামূলক ক্রিকেট ছাড়া ছিলো তারা। ছেলেরা আরও ভালো করতে পারবে, এতে কোন সন্দেহ নেই। তারা ইউনিট হিসাবে একত্রে খেলবে। আপনি গত রাতের ম্যাচের দিকে দেখলে বুঝবেন, শীর্ষ ছয়ের মধ্যে দু’জন আমাদের সাদা বলের ক্রিকেটে প্রথম একাদশে আছেন।’
ডোমিঙ্গো যোগ করে বলেন, ‘আমি মনে করি, তারা ধারাবাহিকভাবে ব্যর্থ হচ্ছে এটা বলা অন্যায়। মাত্র ছয়-সাত মাস আগে আমরা জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে ৩৪০ রান করেছিলাম। লিটন ১৮০ রান করেছে, তামিম দু’টি সেঞ্চুরি করেছে। তাই আমি মনে করি, এটি অন্যায় হচ্ছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হল- ছেলেরা খেলার সুযোগ পাচ্ছে। পারফরম্যান্সগু অনেক বেশি গুরুত্বপূর্ণ নয়, আর কোন উদ্বেগের বিষয়ও নয় তা।’
তিনি বলেন, ‘আমি মনে করি এই টুর্নামেন্টটি জয়ের চেষ্টা করার আবেগ এবং গণমাধ্যম চাইছে, ছেলেরা জিতুক এবং সবসময় পারফর্ম করুক। কিন্তু এটি অবাস্তব, কারন ছেলেরা গত ছয়-সাত মাস খেলার বাইরে ছিলো। আমি চাই গণমাধ্যম খেলোয়াড়দের আরও বেশি সমর্থন করবে এবং দশ দিনের ক্রিকেট দেখে পারফরমেন্স বিবেচনা করবে না। ছেলেদেরকে স্বস্তির নিঃশ্বাস ফেলার সুযোগ করে দিতে হবে।’
ডোমিঙ্গো অবশ্য ব্যাটসম্যানদের খারাপ পারফরম্যান্সের জন্য বোলারদের কৃতিত্ব দিচ্ছেন। তার মতে, বিসিবির প্রেসিডেন্টস কাপে ভালো বল করেছে বোলাররা।
তিনি বলেন, ‘গত সাত-আট মাসে আমরা কিছু ভাল তরুণ বোলারের সন্ধানের চেষ্টা করেছিলাম। এখন আমরা ভালো মানের বোলিং গ্রুপ পেয়েছি। যারা প্রতিযোগিতা করতে পারে।’
ডোমিঙ্গো বলেন, ‘আপনি তাসকিন-ফিজ-আল-আমিন-হাসান মাহমুদ-খালেদ-শরিফুলের দিকে তাকান এই ছয়-সাতজন পেসার আছেন যারা আন্তর্জাতিক ক্রিকেটে দুর্দান্ত পারফর্ম করতে পারেন। কোনও দল যদি ২৮০ করে তবে আমরা বলবো বোলাররা খারাপ। কোনও দল যদি ১৮০ রান করে, আমরা বলবো ব্যাটসম্যানরা খারাপ। আমি মনে করি গত দু’সপ্তাহে সত্যিই কিছু ভাল বোলিং হয়েছে এবং এটি আমার কাছে অনেক বড় ইতিবাচক। আমি মনে করি দীর্ঘ সময় না খেলার পরও শুরু করাটা ব্রাটসম্যানদের জন্য সহজ’
বাসস/এসএমপি/এএমটি/২১২০/স্বব