বাসস প্রধানমন্ত্রী-১ : বিমসটেক সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নেপালের প্রধানমন্ত্রীর আমন্ত্রণ

329

বাসস প্রধানমন্ত্রী-১
প্রধানমন্ত্রী-বিমসটেক
বিমসটেক সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নেপালের প্রধানমন্ত্রীর আমন্ত্রণ
ঢাকা, ৫ আগস্ট, ২০১৮ (বাসস) : নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি চলতি মাসের শেষের দিকে কাঠমান্ডুতে অনুষ্ঠিতব্য চতুর্থ বিমসটেক সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানিয়েছেন।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের বলেন, ‘গতকাল সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করে শর্মা অলি এই আমন্ত্রণ জানান’।
প্রেস সচিব বলেন, নেপালের প্রধানমন্ত্রী গতকাল সন্ধ্যা সাড়ে সাতটায় বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ফোন করেন এবং প্রায় ১০ মিনিট কথা বলেন।
ইহসানুল করিম বলেন, ‘তিনি (শর্মা) বিমসটেক সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিশেষভাবে অনুরোধ জানান।’ দুই নেতা এ সময় শুভেচ্ছা বিনিময় করেন।
বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি-সেক্টরাল টেকনিক্যাল এন্ড ইকোনমিক কোঅপারেশনের (বিআইএমএসটিইসি) দুই দিনব্যাপী সম্মেলন আগামী ৩০ আগস্ট শুরু হবে।
বাসস/এসএইচ/এমএবি/১১৫০/এসই