বাসস বিদেশ-২ : আফগানিস্তানে মসজিদে হামলার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৩৫

298

বাসস বিদেশ-২
আফগানিস্তান-অস্থিরতা
আফগানিস্তানে মসজিদে হামলার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৩৫
খোস্ত (আফগানিস্তান), ৫ আগস্ট, ২০১৮ (বাসস ডেস্ক) : আফগানিস্তানের পূর্বাঞ্চলের একটি শিয়া মসজিদে জোড়া আত্মঘাতী হামলায় নিহতদের শনিবার দাফন করা হয়েছে। এ সময় কয়েকশ লোক তাদের জানাজায় অংশ নেয়। এই ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৩৫ জনে দাঁড়িয়েছে।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
শুক্রবার পাকতিয়া প্রদেশের রাজধানী গারদেজের একটি শিয়া মসজিদের জুম্মার নামাজ চলাকালে দুটি আত্মাঘাতী বোনা হামলা চালানো হয়। হামলাকারীরা বোরকা পড়ে এ হামলা চালায়।
হামলাকারীরা মসজিদের নিরাপত্তা রক্ষীদের ওপর গুলি চালায়। এরপর তারা মুসুল্লিদের ওপর গুলি চালায় ও শরীরে বেঁধে রাখা বোমার বিস্ফোরণ ঘটায়।
পাকতিয়ার গভর্নর শামীম খান তাকাওয়াজি বলেন, ‘গারদেজে শুক্রবারের মসজিদের হামলার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৩৫ জনের দাঁড়িয়েছে। এই ঘটনায় ৯৪ জন আহত হয়েছে।’
প্রাদেশিক পুলিশ প্রধান রাজ মোহাম্মাদ মৃতের সংখ্যা নিশ্চিত করেছেন।
ইসলামিক স্টেট এই হামলার দায়িত্ব স্বীকার করেছে। সাম্প্রাতিক বছরগুলোতে গোষ্ঠীটি আফগানিস্তানে শিয়াদের ওপর হামলা চালিয়ে আসছে।
বাসস/কেএআর/০৯৫৫/আরজি