বাসস দেশ-২৯ : ছাত্রী আটকে রাখার প্রচারণা গুজব : বললেন আন্দোলনরত শিক্ষার্থীরা

645

বাসস দেশ-২৯
গুজব-ছাত্র-বিবৃতি
ছাত্রী আটকে রাখার প্রচারণা গুজব : বললেন আন্দোলনরত শিক্ষার্থীরা
ঢাকা, ৪ আগস্ট, ২০১৮ (বাসস) : নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে চারজন ছাত্রীকে আটকে রাখার প্রচারণাকে ‘গুজব’ অভিহিত করে বলেছেন, এ ধরনের কোনো ঘটনা ঘটেনি।
আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের একজন মুখপাত্র আশিকুর রহমান তুর্য বলেন, ‘প্রথমে আমরা প্রচারণায় বিভ্রান্ত হয়েছিলাম। কিন্তু এখানে এসে দেখে আমরা এই প্রচারণায় কোনো সত্যতা পাইনি।’
তুর্য আওয়ামী লীগ কার্যালয়ের বাইরে জড়ো হওয়া শিক্ষার্থীদের এ ধরনের গুজবে কান না দেয়ার আহ্বান জানান।
তুর্য ও তার কয়েকজন সহপাঠী আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপের আমন্ত্রণে আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে গিয়ে নিজেরা ঘটনাস্থল পরিদর্শনের পর তুর্য এ মন্তব্য করলেন।
তারা আওয়ামী লীগ কার্যালয়ের বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন।
এদিকে আওয়ামী লীগের সহকারী দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া গুজব রটনাকারীদের বিচারের সম্মুখীন করতে কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।
তিনি বাসসকে বলেন, ‘এটি অল্প বয়সী শিক্ষার্থীদের বিভ্রান্ত করার মাধ্যমে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা। আমরা এই গুজব রটনাকারীদের ফোজদারী দ-বিধির অধীনে কঠোর শাস্তির দাবি জানাচ্ছি।
বাসস/এমএএস-এমএসএইচ-টিএএন/এইচএন/২১৩৫/রশিদ/-কেএমকে