বাসস দেশ-২৮ : সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো গুজবের সত্যতা নেই : ডিএমপি

659

বাসস দেশ-২৮
গুজব-ডিএমপি-অনুরোধ
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো গুজবের সত্যতা নেই : ডিএমপি
ঢাকা, ৪ আগস্ট, ২০১৮ (বাসস) : চলমান ঘটনাকে নিয়ে অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়াচ্ছে। ছড়িয়ে পড়া এসব গুজবের কোন সত্যতা নেই বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
ডিএমপি’র অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. ওবায়দুর রহমান বাসসকে বলেন, অনেকে মুখে মুখোশ পড়ে ফেসবুকে লাইভ ভিডিও এর মাধ্যমে ৪ জন ছাত্র নিহত ও ৪ জন ছাত্রী পাশবিক নির্যাতনের তথ্য পরিবেশনের মাধ্যমে দেশে বিশৃংখলা সৃষ্টির পায়তারা করছে ।
তিনি বলেন, প্রাথমিকভাবে এই সংবাদ যাচাই করে কোন সত্যতা পাওয়া যায় নাই। আবার কেউ কেউ আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার লক্ষ্যে ফেসবুকে বিভিন্ন ধরনের মন্তব্য ও বক্তব্য প্রদান করছেন। তথ্য যাচাই-বাছাই ব্যতীত কোন মন্তব্য বা বক্তব্য প্রদান না করাই সমীচীন ।
এ ব্যাপারে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে এই রকম গুজবে কান না দেয়ার জন্য নগরবাসীকে অনুরোধ করা হয়েছে বলে ওবায়দুর রহমান জানান।
বাসস/নিজস্ব/এমএমবি/২১০০/শহক