সারাদেশে নানা আয়োজনে শেখ রাসেলের জন্মবার্ষিকী পালিত

646

ঢাকা, ১৮ অক্টোবর ২০২০ (বাসস) : সারাদেশে আজ রোববার নানা আয়োজনের মধ্যদিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৬তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।
বাসস-এর পাবনা সংবাদদাতা জানান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৬তম জন্মবার্ষিকী উপলক্ষে পাবনা জেলা আওয়ামীলীগ, ছাত্রলীগ ও যুবলীগ কেক কাটা, শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পমÍবক অর্পন, আলোচনাসভা, দোয়া মাহফিল ও এতিমদের মাঝে খাদ্য বিতরণ সহ নানা কর্মসুচী পালন করে।
পাবনা জেলা আওয়ামী লীগের ভারপাপ্ত সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল রহিম লাল এর সভাপতিত্বে এসব কর্মসূচীতে জেলা যুবলীগের আহবায়ক আলী মতুর্জা বিশ্বাস সনি, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম প্রমুখ অংশ গ্রহন করেন।
বাসস-এর বান্দরবান সংবাদদাতা জানান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেল এর ৫৬তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ রোববার আলোচনাসভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান আয়োজন করা হয়।আজ সকালে বান্দরবান জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমি বান্দরবান জেলা শাখার উদ্যোগে জেলা প্রশাসকের সভাকক্ষে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক মো. মাহবুব আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ দাউদুল ইসলাম।
এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো.আছাদুজ্জামান, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা শিলাদিত্য মুৎসুদ্দি, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আতিয়া চৌধুরী, বান্দরবান প্রেসক্লাবের সভাপতি মনিরুল ইসলাম মনু প্রমুখ। অনুষ্ঠানের শেষ পর্যায়ে শেখ রাসেলের ৫৭তম জন্মদিন উপলক্ষে বাংলাদেশ শিশু একাডেমী বান্দরবান জেলা শাখার আয়োজনে বিভিন্ন ইভেন্টে অংশ নেয়া বিজয়ীদের পুরষ্কার বিতরণ করেন অতিথিরা।
বাসস-এর বগুড়া সংবাদদাতা জানান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৬তম জন্মবার্ষিকী উপলক্ষে সরকারি বালিকা শিশু পরিবারের উদ্যোগে রোববার বিকাল ৪টায় কেক কাটা করা হয়। কেক কাটেন বগুড়ার জেলা প্রশাসক মো. জিয়াউল হক।
এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, জেলায় সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক আবু সাঈদ মো. কাওছার রহমান, সরকারি শিশু পরিবারের উপ-তত্ত্বাবধায়ক রীপা মোনালিসা প্রমুখ উপস্থিত ছিলেন। পরে শেখ রাসেল সহ বঙ্গবন্ধু পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
বাসস-এর লক্ষ্মীপুর সংবাদদাতা জানান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৬তম জন্মবার্ষিকী উপলক্ষে রোববার সন্ধ্যায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এসময় জেলা শিশু একাডেমীর শিক্ষার্থী ও অভিভাবকসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষের অংশগ্রহণে কেক কেটে শেখ রাসেলের জন্মদিন উদযাপন করা হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ সফিউজ্জামান ভূঁইয়ার সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল।বিশেষ অতিথি ছিলেন- জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, জেলা শিশু কর্মকর্তা আবদুল জব্বার প্রমুখ। পরে শেখ রাসেলের জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় বিজয়ী শিশু শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।