বিশ্বব্যাপী দৈনিক প্রায় ৪ লাখ কোভিড-১৯ সংক্রমণের শীর্ষ রেকর্ড : ডাব্লিউএইচও

420

জেনেভা, ১৮অক্টোবর, ২০২০ (বাসস ডেস্ক) : বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডাব্লিউএইচও) খবরে বলা হয় শনিবার সর্বমোট ৩৯২,৪৭১ জন নতুন করে কোভিড-১৯-এ সংক্রমিত হয়েছেন। মহামারীটি শুরুর পর থেকে এটি দৈনিক সংক্রমণের সর্বোচ্চ রেকর্ড। এতে করে বিশ্বব্যাপি সংক্রমণের মোট সংখ্যা ৩৯, ১৯৬ ২৫৯ জনে দাঁড়ালো।
ডাব্লিউএইচও’র এক হিসাব অনুযায়ী, শনিবার যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি সংক্রমণ দেখা গেছে। সেখানে মোট ৬৩,০৪৪ জন নতুন সংক্রমণের খবর পাওয়া গেছে। শনিবার পর্যন্ত, সেখানে মোট ৭৮,৯৬,৮৯৫ জন নতুন সংক্রমণ নিবন্ধিত হয়েছে, যা বিশ্বব্যাপী সর্বোচ্চ।
এদিকে, পরিসংখ্যানটিতে দেখা গেছে, শনিবার ভারতে ৬২,২১২ জন নতুন সংক্রমিত হয়েছেন, যা বিশ্বব্যাপী দ্বিতীয় বৃহত্তম দৈনিক সংক্রমণ বৃদ্ধি। এতে করে শনিবার পর্যন্ত দেশটির মোট সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ৭,৪৩২,৬৮০জন।
এ ছাড়া ডাব্লিউএইচও জানিয়েছে যে, শনিবার পর্যন্ত এ ভাইরাস সংক্রমণে মোট ১,১০১,২৯৮ জন মানুষ প্রাণ হারিয়েছে।