বাসস দেশ-২০ : কবি সিকান্দার আবু জাফরের মৃত্যুবার্ষিকী আগামীকাল

324

বাসস দেশ-২০
আবু জাফর-মৃত্যু বার্ষিকী
কবি সিকান্দার আবু জাফরের মৃত্যুবার্ষিকী আগামীকাল
ঢাকা, ৪ আগস্ট, ২০১৮ (বাসস) : প্রখ্যাত কবি,সাহিত্যিক ও সাংবাদিক সিকান্দার আবু জাফরের ৪৩তম মৃত্যুবার্ষিকী আগামীকাল। কবর জিয়ারতসহ নানা কর্মসূচীর মধ্যদিয়ে তার মৃত্যুবার্ষিকী পালন করা হবে।
সিকান্দার আবু জাফর ১৯১৯ সালের ১৯ মার্চ সাতক্ষীরার তালা উপজেলার তেঁতুলিয়া গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৭৫ সালের ৫ আগস্ট ঢাকায় মৃত্যুবরণ করেন।
সিকান্দার আবু জাফর ছিলেন একাধারে কবি, সাহিত্যিক, সাংবাদিক, নাট্যকার, ছড়াকার, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, গীতিকার, সম্পাদক, ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠক।
১৯৭১ সালের ৭ মার্চ প্রকাশিত তার রচিত ‘বাংলা ছাড়ো’ কবিতা এবং পরবর্তীকালে ‘আমাদের সংগ্রাম চলবেই’ গানসহ একাধিক কবিতা ও গান ব্যাপক আলোচিত হয়। ‘সমকাল’ সাহিত্য পত্রিকার প্রকাশ ও সম্পাদনা তার জীবনের একটি তাৎপর্যময় ঘটনা। তিনি ১৯৫৭ সাল থেকে ১৯৭৫ পর্যন্ত ‘সমকাল’র প্রকাশক ও সম্পাদকের দায়িত্ব পালন করে পূর্ব বঙ্গের সাহিত্য আন্দোলনে নতুন গতির সঞ্চার করেছিলেন। ষাটের দশকের নামি-দামি সকল কবি-লেখকের রচনা এ পত্রিকায় প্রকাশিত হয়েছে।
সিকান্দার আবু জাফর গদ্য ও পদ্য রচনায় সমান দক্ষ ছিলেন। তবে কবি হিসেবে তিনি বেশী পরিচিতি লাভ করেন।
বাসস/সবি/জেডআরএম/১৮৩০/অমি