বাজিস-১৭ : নাটোরে প্রধান ডাকঘরের নির্মাণ কাজ শুরু

290

বাজিস-১৭
নাটোর- ডাকঘর
নাটোরে প্রধান ডাকঘরের নির্মাণ কাজ শুরু
নাটোর, ১৪ অক্টোবর ২০২০ (বাসস): ডাক অধিদপ্তরের ভৌত অবকাঠামো উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্পের আওতায় জেলার প্রধান ডাকঘরের নির্মাণ কাজ আজ শুরু হয়েছে। এজন্য ব্যয় হবে প্রায় আটকোটি ২১ লাখ টাকা।
আজ বুধবার দুপুর সাড়ে ১২টায় জেলা শহরের কান্দিভিটা এলাকায় ডাকঘর ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন নাটোর-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল।
উদ্বোধনী অনুষ্ঠানে রাজশাহী বিভাগীয় ডেপুটি পোষ্টমাস্টার জেনারেল মোহাম্মদ ওয়াহিদউজ্জামান, নাটোর প্রধান ডাকঘরের পোষ্টমাস্টার সোহেলী সুলতানা, নাটোর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মোর্ত্তজা আলী বাবলু, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম মাসুম প্রমুখ উপস্থিত ছিলেন।
রাজশাহী বিভাগীয় ডেপুটি পোষ্টমাস্টার জেনারেল মোহাম্মদ ওয়াহিদউজ্জামান জানান, ডাক অধিদপ্তরের ভৌত অবকাঠামো উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্পের আওতায় আটকোটি ২১ লাখ টাকা ব্যয়ে নাটোর প্রধান ডাকঘরের ছয়তলার ভিত্তিবিশিষ্ট তিনতলা ভবন নির্মাণ করা হচ্ছে।
বাসস/সংবাদদাতা/২০১২/এমকে