নির্বাচনে ইতোমধ্যে ভোট দিয়েছেন এক কোটিরও বেশি মার্কিন নাগরিক

326

ওয়াশিংটন, ১৩ অক্টোবর, ২০২০ (বাসস ডেস্ক) : মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ইতোমধ্যে এক কোটিরও বেশি আমেরিকান নাগরিক তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। আগামী ৩ নভেম্বর অনুষ্ঠেয় নির্বাচনের তিন সপ্তাহ আগে দেশটির নাগরিকদের ভোট দেয়ার ক্ষেত্রে এটি একটি নতুন রেকর্ড। সোমবার রাতে ট্রেকিং গ্রুপ এ তথ্য জানিয়েছে। খবর এএফপি’র।
ইউএস ইলেকশনস প্রজেক্ট অব ইউনিভার্সিটি অব ফ্লোরিডা তাদের ওয়েবসাইটে জানায়, ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যের মোট ১ কোটি ২ লাখ ৯৬ হাজার ১৮০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
তারা আরো জানায়, ২০১৬ সালের নির্বাচনে এমন সময় বাকি থাকতে যে ভোট পড়েছিল ২০২০ সালের নির্বাচনে আগাম ভোট দেয়ার এ সংখ্যা অনেক গুণ বেশি। করোনাভাইরাসের কারণে কোন ব্যক্তির সরাসরি ভোট কেন্দ্রে হাজির হয়ে ভোট দেয়ার ক্ষেত্রে স্বাস্থ্যজনিত উদ্বেগ থাকায় ডাকযোগে ভোট দেয়ার সংখ্যা নাটকীয়ভাবে অনেক বেড়ে গেছে।