সরকার হটানোর লক্ষ্যে মালয়েশিয়ায় রাজার সাথে আনোয়ার ইব্রাহিমের বৈঠক

319

কুয়ালালামপুর, ১৩ অক্টোবর, ২০২০ (বাসস ডেস্ক) : মালয়েশিয়ায় বিরোধী দলীয় নেতা আনোয়ার ইব্রাহিম মঙ্গলবার রাজার সাথে তার দীর্ঘ প্রতীক্ষিত বৈঠক করেছেন।
ক্ষমতা গ্রহণের জন্য তার যে প্রয়োজনীয় সমর্থন রয়েছে তা প্রমাণে সম্মতি আদায়ে তিনি রাজার সাথে বৈঠকটি করেন।
তীব্র অর্ন্তদ্বন্দ্বে ফেব্রুয়ারিতে মাহাথির মোহাম্মদের নেতৃত্বাধীন সরকার ভেঙে যাওয়ার পর থেকে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশটিতে টানাপোড়েন চলছে। মাহাথিরের সরকারে আনোয়ার ইব্রাহিমও ছিলেন।
নির্বাচন ছাড়াই দেশটির প্রধানমন্ত্রী এখন মুহিউদ্দিন ইয়াসিন। কিন্তু তার প্রতি জোটের সমর্থন নড়বড়ে বলে জানা গেছে।
গত মাসে এক ঘোষণায় আনোয়ার বলেন, মুহিউদ্দিনকে ক্ষমতা থেকে সরাতে তিনি আইনপ্রণেতাদের কাছ থেকে যথেষ্ট সমর্থন পেয়েছেন। কিন্তু রাজা অসুস্থ থাকায় তার সঙ্গে বৈঠকে বিলম্ব হচ্ছে।
উল্লেখ্য, দেশটিতে প্রধানমন্ত্রী নিয়োগ দেন রাজা।
গত দুই দশকেরও বেশি সময় ধরে আনোয়ার ইব্রাহিম ক্ষমতায় যাওয়ার চেষ্টা করে আসছেন।
সুলতান আবদুল্লাহ সুলতান আহমদ শাহ এর সাথে বৈঠকের লক্ষ্যে ৭৩ বছর বয়সী ইব্রাহিম এক ঘন্টা প্রাসাদে অবস্থান করেন। এর পর তিনি সাংবাদিকদের সাথে কোন কথা না বলেই গাড়ি করে প্রাসাদ ত্যাগ করেন।
মঙ্গলবার দিনের শেষে তার প্রেস ব্রিফিং করার কথা রয়েছে।
প্রধানমন্ত্রী হতে যে কোন প্রার্থীকে রাজার কাছে প্রমান দিতে হয় দেশটির ২২১ জন এমপি’র সংখ্যাগরিষ্ঠ তাকে সমর্থন দিচ্ছেন।
আনোয়ারের সংখ্যাগরিষ্ঠ সমর্থন রয়েছে কিনা তা স্পষ্ট নয়।
এদিকে পূর্বাঞ্চলীয় সাবাহ প্রদেশে গত মাসে অনুষ্ঠিত গুরুত্বপূর্ণ নির্বাচনে মুহিউদ্দিনের মিত্ররা জেতায় তার অবস্থান শক্ত হয়েছে।
তবে বিশ্লেষকরা বলছেন, করোনা মহামারির তীব্র প্রকোপের কারণে নির্বাচনের মাধ্যমে দেশটিতে সরকার পরিবর্তন সহসাই হয়তো ঘটবে না।