বাসস বিদেশ-৩ : লিবিয়ায় মে মাসে প্রায় ৬ লাখ ৮০ হাজার অবৈধ অভিবাসী প্রবেশ করেছে

208

বাসস বিদেশ-৩
লিবিয়া-অভিবাসী
লিবিয়ায় মে মাসে প্রায় ৬ লাখ ৮০ হাজার অবৈধ অভিবাসী প্রবেশ করেছে
ত্রিপোলী, ৪ আগস্ট, ২০১৮ (বাসস ডেস্ক) : আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) বলেছে, গত মে মাসে লিবিয়াতে ছয় লাখ ৮০ হাজার অবৈধ অভিবাসী প্রবেশ করেছে।
খবর সিনহুয়া’র।
শুক্রবার আইওএম বলছে, লিবিয়ার আইওএম অফিস গত মে মাসে ৪২টি দেশ থেকে ৬ লাখ ৭৯ হাজার ৮৯৭ জন অভিবাসীকে চিহ্নিত করতে সক্ষম হয়েছে। যাদের মধ্যে ৮ শতাংশ শিশু-কিশোর।
সংস্থাটি জনায়, অনুপ্রবেশকারীদের মধ্যে ৫টি শীর্ষ দেশ হলো নাইজেরিয়ান, মিসর, শাদ, সুদান এবং ঘানা।
লিবিয়া থেকে ভূমধ্যসাগর দিয়ে সহজে ইউরোপীয় দেশগুলোতে অবৈধভাবে প্রবেশ করা যায় বলে এরা দেশটিকে ট্রানজিট দেশ হিসাবে বেছে নেয়।
বাসস/কেকে/১১২৫/জুনা