অংশগ্রহণকারী অসুস্থ হয়ে পড়ায় জনসন অ্যান্ড জনসনের কোভিড ভ্যাকসিন ট্রায়াল বন্ধ ঘোষণা

296

ওয়াশিংটন, ১৩ অক্টোবর, ২০২০ (বাসস ডেস্ক): জনসন অ্যান্ড জনসন সোমবার জানিয়েছে, তারা তাদের কোভিড-১৯ ভ্যাকসিনের ট্রায়াল সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে। ট্রায়েলে অংশগ্রহণকারীদের একজন অসুস্থ হয়ে পড়ায় তারা এমন পদক্ষেপ গ্রহণ করে। খবর এএফপি’র।
এ কোম্পানীর এক বিবৃতিতে বলা হয়, ‘এ জরিপে অংশ নেয়া এক ব্যাক্তি অজ্ঞাত রোগে আক্রান্ত হওয়ার কারণে তৃতীয় ধাপের সামষ্টিক ট্রায়ালসহ আমাদের কোভিড-১৯ ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়ালে অংশ নেয়া সকল ব্যক্তির দেহে আমরা পরবর্তী ডোজ প্রয়োগ সাময়িকভাবে বন্ধ করে দিয়েছি।’
এ বন্ধের মানে হচ্ছে ৬০ হাজার রোগির ক্লিনিক্যাল ট্রায়ালের অনলাইন তালিকা প্রক্রিয়া বন্ধ করে দেয়া হয়েছে এবং এ ব্যাপারে স্বতন্ত্র রোগ নিরাপত্তা কমিটি গঠন করা হয়েছে।