বাসস দেশ-১৬ : উন্নত-সমৃদ্ধ পার্বত্য চট্টগ্রাম বিনির্মাণে শিক্ষার বিকল্প নেই : বীর বাহাদুর উশৈসিং

668

বাসস দেশ-১৬
পার্বত্য চট্টগ্রাম- শিক্ষা
উন্নত-সমৃদ্ধ পার্বত্য চট্টগ্রাম বিনির্মাণে শিক্ষার বিকল্প নেই : বীর বাহাদুর উশৈসিং
ঢাকা, ৩ আগস্ট ২০১৮ (বাসস) : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেছেন, উন্নত-সমৃদ্ধ পার্বত্য চট্টগ্রাম বিনির্মাণে শিক্ষার বিকল্প নেই।
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। উন্নয়নের ক্ষেত্রে পার্বত্য চট্টগ্রাম পিছিয়ে থাকতে পারে না।’
আজ শুক্রবার বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী কলেজের ফলক উন্মোচনকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
বীর বাহাদুর বলেন, ‘এই কলেজ প্রতিষ্ঠার মাধ্যমে বাইশারীতে আলো জ্বালানো হলো, ফলে শিক্ষার্থীরা আলোকিত এবং আদর্শবান হয়ে দেশ ও মানুষের জন্য অবদান রাখবে।’
এসময় প্রতিমন্ত্রী কলেজের উন্নয়নে এক কোটি টাকা বরাদ্দ রাখার ঘোষণা দেন।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা কাজল কান্তি দাশ, জেলা পরিষদ সদস্য লক্ষীপদ দাশ ও স্কুল পরিচালনা কমিটির সভাপতি নুরুল আলম।
পরে প্রতিমন্ত্রী বাইশারী ইউনিয়ন পরিষদে ১৩টি শিক্ষা প্রতিষ্ঠানে সৌর বিদ্যুৎ ও ঢেউটিন বিতরণ এবং অনুদানের চেক প্রদান করেন।
বাসস/তবি/এমকে/২৩৪৯/এবিএইচ