পূর্ব ভূমধ্যসাগরে গ্রীসের সাথে বিরোধের কেন্দ্রস্থলে ফের জাহাজ পাঠাবে তুরস্ক

331

আঙ্কারা, ১২ অক্টোবর, ২০২০ (বাসস ডেস্ক): তুরস্ক রোববার রাতে পূর্ব ভূমধ্যসাগরে গ্রীসের সাথে জ্বালানী অধিকার নিয়ে সৃষ্ট বিতর্কের কেন্দ্রস্থলে ফের অনুসন্ধান জাহাজ পাঠানোর পরিকল্পনার ঘোষণা দিয়েছে। এমন পদক্ষেপের ফলে এথেন্সের সাথে আবারো উত্তেজনা ছড়িয়ে পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। খবর এএফপি’র।
তুর্কি নৌবাহিনী জানায়, অরুক রিস নামের জাহাজ সোমবার থেকে ২২ অক্টোবর পর্যন্ত গ্রীসের দক্ষিণের কাস্তালোরিজো দ্বীপসহ এ অঞ্চলে অনুসন্ধান কার্যক্রম চালাবে এমন বার্তা মেরিটাইম সতর্ক পদ্ধতি নেভটেক্সকে পাঠানো হয়েছে।