বাসস ক্রীড়া-১১ : দক্ষিণ কোরিয়ার নতুন কোচের জন্য ৩.৫ মিলিয়ন ডলার দান করলেন এক ধনকুবের

783

বাসস ক্রীড়া-১১
ফুটবল-এশিয়া-কোরিয়া-কোচ
দক্ষিণ কোরিয়ার নতুন কোচের জন্য ৩.৫ মিলিয়ন ডলার দান করলেন এক ধনকুবের
সিউল, ৩ আগস্ট ২০১৮ (বাসস/এএফপি) : দক্ষিণ কোরিয়ার নতুন ফুটবল কোচের জন্য নিজের ব্যক্তিগত ফান্ড থেকে ৩.৫ মিলিয়ন মার্কিন ডলার দান করেছেন হুন্দাইয়ের তরুণ বংশধর চুং মং-গাইয়ু। জাতীয় দলকে এগিয়ে নিয়ে যাবার মানসে কোচ নিয়োগের জন্য এই অর্থ দান করেছেন তিনি।
রাশিয়া বিশ্বকাপের নক আউটে পৌঁছতে ব্যর্থ হওয়া দলটির উন্নয়নে চার বিলিয়ন ওন (দক্ষিণ কোরিয় মুদ্রা) দান করেন কোরিয়া ফুটবল এসোসিয়েশনের (কেএফএ) সভাপতি চুং। কেএফএ’র এক কর্মকর্তা এএফপিকে বলেন, ‘বিদেশী একজন ভালো কোচের অধীনে দলীয় প্রশিক্ষণে এই অর্থ কাজে লাগবে বলে আশা প্রকাশ করেছেন তিনি। তিনি বলেন, ‘এ জন্য আমরা প্রত্যাশিত কোচদের সঙ্গে যোগাযোগ শুরু করেছি। সম্ভাব্য চুক্তির শর্ত নিয়ে আলাপ আলোচনা চলছে। তবে একজন মানসম্মত কোচ নিয়োগের জন্য কিছুটা সময় লাগবে।’
বাসস/এএফপি/এমএইচসি/২০৪০/-স্বব