বিশ্বব্যাপী ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত সাড়ে ৩ লাখের বেশি ॥ এক দিনের নতুন রেকর্ড : ডব্লিউএইচও

385

জেনেভা, ১০ অক্টোবর, ২০২০ (বাসস ডেস্ক): বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো সাড়ে ৩ লাখের বেশি মানুষ মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। একদিনের হিসাবে এটি একটি নতুন রেকর্ড। এ নিয়ে কোভিড-১৯ এ আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৬৩ লাখ ৬০ হাজার ছাড়িয়ে গেল।
এদিন নতুন করে আরো ৬ হাজার ৩শ’ জনের বেশি করোনাভাইরাসে প্রাণ হারিয়েছে। এনিয়ে বিশ্বব্যাপী মৃতের সংখ্যা ১০ লাখ ৫৬ হাজার ছাড়ালো। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) শুক্রবার তাদের প্রাত্যহিক বুলেটিনে এ তথ্য জানায়। বার্তা সংস্থা তাস এ খবর দিয়েছে।
আন্তর্জাতিক এ সংস্থার পরিসংখ্যান অনুযায়ী, ৯ অক্টোবর মস্কো সময় ১৬:৩০ টা পর্যন্ত বিশ্বব্যাপী করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে মোট ৩ কোটি ৬৩ লাখ ৬১ হাজার ৫৪ জনে এবং মৃতের সংখ্যা বেড়ে মোট ১০ লাখ ৫৬ হাজার ১৮৬ জনে দাঁড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনায় মোট ৩ লাখ ৫০ হাজার ৭৬৬ জন আক্রান্ত এবং ৬ হাজার ৩৩৯ জনের মৃত্যু হয়েছে। প্রাত্যহিক হিসাবে ৮ অক্টোবর বিশ্বব্যাপী করোনায় আক্রান্তের সংখ্যা ছিল ৩ লাখ ৩৮ হাজার ৭৭৯ জন। ওই দিনের হিসাবে এটি ছিল সর্বোচ্চ রেকর্ড।
বিশ্বের বিভিন্ন দেশের সরকারি উপাত্ত অনুসরণ করে ডব্লিউএইচও এ পরিসংখ্যান তৈরি করেছে।