মস্কো আলোচনায় অংশ নেবে আর্মেনিয়া ও আজারবাইজান : রাশিয়া

403

মস্কো, ৯ অক্টোবর, ২০২০ (বাসস ডেস্ক): রাশিয়া শুক্রবার জানিয়েছে, আর্মেনিয়া ও আজারবাইজান নগর্নো-কারাবাখ যুদ্ধ বন্ধের জন্য মস্কোতে আলোচনায় বসতে সম্মত হয়েছে। প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন শান্তি আলোচনার আহ্বান জানানোর পর তারা এ ব্যাপারে সম্মতি জানায়। খবর এএফপি’র।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের নারী মুখপাত্র ম্যারিয়া জখারভা এএফপি’কে বলেন, ‘বাকু ও ইরাভান নিশ্চিত করেছেন যে তারা মস্কো শান্তি আলোচনায় অংশ নিচ্ছেন।’
তিনি আরো বলেন, সেখানে এ আলোচনায় অংশগ্রহণের ‘জোরালো প্রস্তুতি চলছে।’ আর্মেনিয়া ও আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রীর অংশগ্রহণে শুক্রবার সন্ধ্যার দিকে এ আলোচনা হতে পারে বলে আশা করা হচ্ছে।