মালিতে ফ্রান্স ও ইতালির নাগরিক এবং মালির এক রাজনীতিবিদ জিম্মিদশা থেকে মুক্ত

325

বামাকো, ৯ অক্টোবর, ২০২০ (বাসস ডেস্ক) : মালিতে জেহাদীদের বন্দীদশা থেকে মুক্তি পেয়ে এক প্রবীণ ফরাসি সাহায্যকর্মী এবং মালির শীর্ষস্থানীয় রাজনীতিবিদ বামাকোতে তাদের প্রিয়জনদের সঙ্গে পুনর্মিলিত হয়েছেন।
মালি বৃহস্পতিবার দুই ইতালিয়ান নাগরিকের সঙ্গে ফরাসি মহিলা সোফি পেট্রোনিন (৭৫) এবং মালিয়ান রাজনীতিবিদ সৌমাইলা কিসেকে মুক্তিদানের ঘোষণা দেয়।
ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন পেট্রোনিনের মুক্তিতে স্বস্তি প্রকাশ করেন এবং শুক্রবার এক টুইটে বলেন, তিনি ফ্রান্সে ফিরে আসবেন, তাকে স্বাগত জানানো হবে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত ফুটেজে সাদা পোশাক পরিহিত পেট্রোনিনকে দুর্বল দেখাচ্ছিলো। তিনি জিম্মিদশা থেকে মুক্ত হওয়া সর্বশেষ ফরাসি নাগরিক। বামাকোতে বিমান থেকে নেমে আসার সময় তার ছেলে আবেগাপ্লুত অবস্থায় তাকে অভিবাদন জানায়।
পেট্রোনিনের পেছনেই সাদা পোশাক পরিহিত সৌমাইলা কিসে বিমান থেকে নেমে আসেন। উৎসুক জনতা ও প্রিয়জনরা তাকে অভ্যর্থনা জানায়।
৭০ বছর বয়সী কিসে এএফপিকে বলেন, ‘এটি একটি কঠিন সময় ছিল, কিন্তু তিনি এটি কাটিয়ে উঠেছেন।’
টুইটে ম্যাক্রন মালিতে ইসলামপন্থী জেহাদিদের বিরুদ্ধে লড়াইয়ে অব্যাহত সমর্থন প্রদান করেছেন।