বাসস দেশ-৪২ : সংসদ ভবন ও টানেলে আধুনিক লাইট স্থাপন কাজ পরিদর্শন করেন স্পিকার

356

বাসস দেশ-৪২
স্পিকার-পরিদর্শন
সংসদ ভবন ও টানেলে আধুনিক লাইট স্থাপন কাজ পরিদর্শন করেন স্পিকার
ঢাকা, ৮ অক্টোবর ২০২০(বাসস) : স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী আজ সংসদ ভবন ও টানেলে আধুনিক লাইট স্থাপন কাজের পরামর্শ ও মতবিনিময় সভায় অংশ গ্রহণ করেছেন।
এ সময় তিনি একাজের অগ্রগতি পরিদর্শন করেন।
জাতীয় সংসদের আধুনিকায়ন প্রকল্পের আওতায় জাতীয় সংসদের মূল ভবনে ৪৮টি পয়েন্টে আধুনিক এবং বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ার্ল্ড রেপুটেড লাইট ব্রান্ড (লিগমেন্ট)-এর লাইট স্থাপন এবং টানেলের অভ্যন্তরে আধুনিক লাইট স্থাপন করা হচ্ছে।
এসময় জাতীয় সংসদের টানেল আলোকিতকরণ কাজের এবং মূল ভবন আলোকিতকরণ কাজের পরিকল্পিত নকশার আলোকে প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়। পরে পরিকল্পনা অনুসারে বাস্তায়িত কাজসমূহের দুটি ভিডিও চিত্র উপস্থাপন করা হয়।
এ সময় জাতীয় সংসদের মূল ভবনের বিভিন্ন প্রান্তে ট্রায়াঙ্গেল ও অন্যান্য সেপের স্থানসমূহে স্থাপিত লাইটের বিষয়ে পরামর্শ প্রদান করেন স্পিকার।
এছাড়া ডেপুটি স্পিকার মোঃ ফজলে রাব্বী মিয়া, চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী ও হুইপ ইকবালুর রহিম এ পরামর্শ ও মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।
বাসস/সবি/এমআর/২২০৫/স্বব