জাবিতে শিক্ষার্থীদের হেলথ কার্ড প্রদানের পরিকল্পনা

439

জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়, ৩ আগস্ট, ২০১৮ (বাসস) : শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন হেলথ্কার্ড প্রদানের পরিকল্পনা নিয়েছে জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় (জাবি)।
এছাড়াও বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার আধুনিকায়ন ও সেবার মান বৃদ্ধির জন্য কর্তৃপক্ষ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছেন।
বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-১ এর কাউন্সিল কক্ষে উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলামের সভাপতিত্বে বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে এসব সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
বৈঠকে অন্যান্যের মধ্যে কোষাধ্যক্ষ অধ্যাপক শেখ মো. মনজুরুল হক, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ, প্রক্টর সিকদার মো. জুলকারনাইন, ভারপ্রাপ্ত প্রধান মেডিকেল অফিসার ডা. শামছুর রহমানসহ বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
বৈঠকে মেডিকেল সেন্টার উন্নয়নে ছাত্র সংগঠনের নেতৃবৃন্দের দাবির যৌক্তিকতা অনুধাবন করে কর্তৃপক্ষ জানায়, মেডিকেল সেন্টারের চিকিৎসক স্বল্পতা দূর করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হয়েছে। ইতোমধ্যে নতুন একজন চিকিৎসক নিয়োগ দেয়া হয়েছে। পরিস্কার-পরিচ্ছন্ন মেডিকেল সেন্টার গড়ে তোলার লক্ষ্যে অচিরেই পরিচ্ছন্নতা কর্মী বৃদ্ধি করা হবে। মেডিক্যাল সেন্টারে মানসম্মত প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হবে। ওষুধের স্টোর রুমের সংস্কার কাজ শিগগিরই শুরু হবে। মেডিকেল সেন্টারে বর্তমানে ৪টি এ্যাম্বুলেন্স রয়েছে। দ্রুতই আরো ১টি এ্যাম্বুলেন্স প্রদান করা হবে এবং সবগুলো এ্যাম্বুলেন্স সার্বক্ষণিক সচল রাখার ওপর গুরুত্বারোপ করা হয়। এছাড়াও চিকিৎসকদের প্রেসক্রিপশন এবং ওষুধ প্রদানের স্লিপ কম্পিউটারাইজ্ড করার সিদ্ধান্ত নেয়া হয়।
২০১৪ সালের ১৩ সেপ্টেম্বর ১ কোটি ৮ লাখ টাকা ব্যয়ে নির্মিত একতলা বিশিষ্ট পূর্ণাঙ্গ মেডিকেল সেন্টার উদ্বোধন করা হয়। এরআগে ছোট পরিসরে মেডিকেল সেন্টারটি চিকিৎসা সেবা দিয়ে আসছিল। মেডিক্যাল সেন্টারের আধুনিকায়নে গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়িত হলে চিকিৎসা সেবার মান আরো উন্নত হবে।