কিরগিস্তানে সংসদীয় নির্বাচনের ফলাফল বাতিল

350

বিস্কেক, কিরগিস্তান, ৬ অক্টোবর, ২০২০ (বাসস ডেস্ক) : প্রাক্তন সোভিয়েত প্রজাতন্ত্র কিরগিজস্তানের প্রধান নির্বাচন কমিশন মঙ্গলবার জানিয়েছেন, দেশটির একটি সংসদীয় নির্বাচনের ফলাফল বাতিল করা হয়েছে। ওই ফলাফলকে কেন্দ্র করে মধ্যএশীয় দেশটি সংঘর্ষ ও রাজনৈতিক বিশৃঙ্খলা সৃষ্টি হয়। খবর এএফপি’র।
কেন্দ্রীয় নির্বাচন কমিশন এক বিবৃতিতে বলেছে,‘নির্বাচনের ফলাফল বাতিল করা হয়েছে।’ ওই নির্বাচনে রুশ সমর্থিত প্রেসিডেন্ট সোরনবায় জিনবেকভের বড় ধরনের বিজয়ের বিরুদ্ধে অন্যান্য দলগুলো সরাসরি ব্যাপক ভোট কেনার মাধ্যমে জয় লাভের অভিযোগ আনে।